বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ১০

স্বদেশ ডেস্ক
  ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ১০

পাঁচ জেলায় হত্যা মামলার আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নারায়ণগঞ্জ, মেহেরপুরের গাংনী, নওগাঁর আত্রাই, ঝালকাঠির নলছিটি ও চট্টগ্রামের আনোয়ারা থেকে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জে ২০২২ সালে বিএনপি আন্দোলনে যুবদল কর্মী শাওন আহম্মেদকে গুলি করে হত্যা মামলায় জেলা গোয়েন্দা পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠান। শুক্রবার কনককে সাতদিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিনের আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সঙ্গে সোমবার শুনানির দিন ধার্য করেন আদালত।

1

এর আগে বৃহস্পতিবার রাতে শাওন হত্যা মামলার এজাহারনামীয় ১৬ নং নম্বর আসামি মাহফুজুর রহমান কনক ওরফে মাহফুজুল হককে ঢাকা এয়ারপোর্টের ১৩ এপিবিএন থেকে গ্রেপ্তার করা হয়। আদালত পুলিশ পরিদর্শক কাইউম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীর চাঞ্চল্যকর আলমগীর হত্যায় সরাসরি জড়িত ৩ আসামিকে গ্রেপ্তার করেছের্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্(যাব)।র্ যাব-১২ গাংনী ক্যাম্পের একটি টিম বৃহষ্পতিবার সন্ধ্যায় তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেপ্তাররা। তারা হচ্ছেন- চৌগাছা গ্রামের রইচ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম বিপস্নব (৩৬), বাশবাড়িয়া পশ্চিমপাড়ার আব্দুল আউয়ালের ছেলে মফিকুল ইসলাম (৩৯) ও কোদাইলকাটি গ্রামের জামাত আলীর ছেলে আলমগীর (৪০)। গ্রেপ্তারদের শুক্রবার সকালে গাংনী থানায় হস্তান্তর করলে পুলিশ তাদের মেহেরপুর আদালতে পাঠায়।

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে বৃহস্পতিবার বান্দাইখাড়া এলাকায় সন্ধায় একজন মহিলাকে দুই লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের মৃত দেলুর মেয়ে ফরিদা বিবিকে (৫০) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বান্দাইখাড়া তার বাড়িতে অভিযান চালিয়ে ২ লিটার মদসহ গ্রেপ্তার করে। আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন বলেন, পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে নওগাঁ জেল হাজতে পাঠায়।

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি জানান, ঝালকাঠির নলছিটিতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মিঠু মলিস্নক (৩০) উপজেলার কাপড়কাঠি এলাকার আনোয়ার মলিস্নকের ছেলে। জানা গেছে, পুলিশ বৃহস্পতিবার রাতে নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখ থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একটি মাদক মামলায় আদালত ৬ মাসের কারাদন্ড ও তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করে।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় ২২০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ শাহীন রেজার নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধার আগে উপজেলার ঘাটনগর কাচারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- কাচারিপাড়ার মৃত রবি মালাকারের ছেলে রমেশ মালাকার (৫) এবং তার স্ত্রী দিপালী রানী (৪৫)। থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, মাদক ব্যবসায়ী রমেশ ও দিপালী রানী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং শুক্রবার সকালে দুজনকে জেল হাজতে পাঠিয়েছেন।

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে নগরের বায়েজিদ ও রাউজান উপজেলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- রাউজানের উরকির চর এলাকার আবুল কাশেম (৩২), মোহাম্মদ করিম (৩৪), ভোলার লালমোহনের মোহাম্মদ আব্বাস (৩০) এবং আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের মোহাম্মদ জিসান (১৯)

জানা যায়, আনোয়ারার রিপন নামে এ ব্যক্তির মালিকানাধীন সিএনজিচালিত অটোরিকশাটি বুধবার ভোরে চালক মিজানুর রহমান গ্যাস নিতে ফিলিং স্টেশনের উদ্দেশে যান। পথে উপজেলার ভোজন বাড়ি রেস্টুরেন্টের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৩-৪ জন অস্ত্র নিয়ে চালককে ভয় দেখিয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে