কিশোরগঞ্জের বাজিতপুর, নিকলী, কুলিয়ারচরসহ হাওড় অঞ্চলের উপজেলাগুলোতে গত তিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েচে। এর ফলে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু-বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ। কিশোরগঞ্জে সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে।
শুক্রবার সকালে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে গেলে দেখা যায়, হাসপাতালে অধিকাংশ শিশু রোগীর সংখ্যা বেশি। এসব শিশু রোগী নিউমোনিয়া, ঠান্ডাজনিত জ্বর, কাশিসহ বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে।
এদিকে, বাজিতপুর, কুলিয়ারচর, নিকলীসহ বিভিন্ন হাসপাতালে গেলে দেখা যায়, শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেশি। এর মধ্যে এসব হাসপাতালগুলোতে গড়ে ৪০-৫০ জন শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া রোগে শীতের কারণে আক্রান্ত হচ্ছে। অন্য দিকে বৃদ্ধরা ও ঠান্ডাজনিত কফ, কাশি, সর্দি, জ্বরে আক্রান্ত হচ্ছে বেশি।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এই মৃদু শৈত্যপ্রবাহ আরও ২-৩ দিন অব্যাহত থাকতে পারে।