ক্যাব জেলা কমিটি
ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে কমিটি আত্মপ্রকাশ করে। ক্যাব'র কেন্দ্রীয় সভাপতি জামিল চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়া স্বাক্ষরিত প্যাডে শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মহসিনকে সভাপতি ও এসএটিভির জেলা প্রতিনিধি হোসাইন আহমদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি'র অনুমোদন দেন।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি সহযোগী অধ্যাপক আজিজ আহমদ কিবরিয়া, প্রফেসর মো: রফি উদ্দিন, সৈয়দ তফজ্জল হোসেন, ডা. একেএম জিলস্নুল হক, কোষাধ্যক্ষ আব্দুল মোতাইন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী প্রমুখ।
কম্বল বিতরণ
ম নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় কনকনে শীতে রাতের বেলায় হতদরিদ্র, বয়স্ক ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। গত বৃহস্পতিবার রাতে নকলা পৌরসভার আয়োজনে পৌর এলাকার বিভিন্ন ওর্য়াডে ঘুরে ঘুরে এসব ব্যক্তির গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি।
এ সময় নকলা পৌরসভার সহকারি কর আদায়কারী মোশারফ হোসেন, টিকাদানকারী সুপারভাইজার মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র প্রদান
ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগর ইউএনও রণী খাতুন উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। শ্যামনগর পৌরসভার জেলেপাড়া, পাতড়াখোলা মাদ্রাসা ও এতিমখানা, কৈখালী ইউপির বোশখালী গ্রাম ও বোশখালী এতিমখানায় রাতে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুলস্নাহ আল রিফাত, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান প্রমুখ।
দ্বি-বার্ষিক সম্মেলন
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চাম্বলস্থ আয়ান পার্ক ক্লাবে ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। ইউনিয়ন শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক কাইছার উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোক্তার হোসাইন সিকদার, কোষাধ্যক্ষ আ.ন.ম মহি উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে ওয়াকাথন, মুক্ত আলোচনা সভা ও হতদরিদ্র পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা সমাজসেবা অফিসারের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। উপজেলা সমাজসেবা অফিসারের সভাপতিত্বে এবং সহকারী সমাজসেবা অফিসার আমিন উলস্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ইউএনও মোজাম্মেল হক চৌধুরী। উপস্থিত ছিলেন- প্রাণি সম্পদ কর্মকর্তা সুচয়ন চৌধুরী, সমবায় কর্মকর্তা শহিদুল ইসলাম ভূইয়া, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শফি উলস্নাহ, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. রাশেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা প্রমুখ।
শীতার্তদের সহায়তা
ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
তীব্র শীতে চারিদিকে শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়ায় শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছে। কাপছে সারা দেশ। হঠাৎ দেউলাবাড়ি ইউনিয়নের রতন বরিষ গ্রামের মাদ্রসা সামনে গাড়ি। এ ভাবেই নুরানিয়া মাদ্রসায় গিয়ে শিক্ষার্থীদের শীতবস্ত্র প্রদান করেন ইউএনও শারমিন ইসলাম। তিনি বৃহস্পতিবার রাতে ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে শীতার্তদের কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, পরিসংখ্যান অফিসার মনিরুজ্জামান খান মনির প্রমুখ।
ডায়াগনস্টিক উদ্বোধন
ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে মানসম্মত স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে বকুল মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সরকারি ইন্দুরকানী ডিগ্রি কলেজ সংলগ্ন প্রতিষ্ঠিত ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান। প্রধান অতিথি ছিলেন জেলা বেসরকারি ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মিজানুর রহমান বাদল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আরএমও ডা. নূর উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা আমির মাওলানা আলী হোসেন, বিএনপির আহ্বায়ক ফরিদ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মাওলানা আব্দুল হাই প্রমুখ।
প্রবীণদের শীতবস্ত্র
ম স্টাফ রিপোর্টার, যশোর
বয়োবৃদ্ধ সালেহা বেগমের লাল রংয়ের চাদর খুব পছন্দ। নিজের পছন্দের লাল রংয়ের চাদর বেছে নিয়ে খুব খুশি তিনি। একইভাবে শ্রমজীবী আব্দুল মালেকও নিজেই পছন্দ করে চাদর বেছে নিলেন। শুধু সালেহা বা আব্দুল মালেকই নন; প্রান্তিক শ্রেণির ৭০ জন নারী-পুরুষকে এভাবে পছন্দের চাদর উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। শুক্রবার যশোরের খড়কিতে সংগঠন কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। আইডিয়া ফ্রাইডে মিল'র ১৬৯তম সপ্তাহে প্রবীণদের এই শীতবস্ত্র বিতরণ করা হলো। দুপুরে আইডিয়া সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রান্তিক শ্রেণির ৭০ জন প্রবীণ নারী পুরুষকে চাদর বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন আমেরিকান প্রবাসী দন্ত চিকিৎসক মোহাম্মদ চৌধুরী।
প্রদর্শনী প্রতিযোগিতা
ম চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে নারী বাস্কেটবল খেলোয়াড়দের প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠের বাস্কেট গ্রাউন্ডে স্কুল কলেজ শিক্ষার্থীদের সমন্বিত নারী খেলোয়াড়দের নিয়ে এই প্রথম বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে লাল জার্সি ও সবুজ জার্সি দলের মধ্যে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ১২/১৮ স্কোরে সবুজ জার্সি দল। এর আগে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামস্ এ খান। উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় মুকুল আনোয়ার, চাঁদপুর বাস্কেটবল একাডেমির সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল আমিন আকাশ প্রমুখ।
\হ
মনোমুগ্ধকর অনুষ্ঠান
ম গাইবান্ধা প্রতিনিধি
প্রতিষ্ঠাবার্ষিকীতে মনোমুগ্ধকর অনুষ্ঠান পরিবেশন করেছে অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্র। গাইবান্ধার আবৃত্তি নির্ভর সংগঠন অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাতে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন সমাজসেবক-সাংস্কৃতিক পৃষ্ঠপোষক শাহাদাত হোসেন সুজা, ক্রীড়া সংগঠক- রাজনীতিক-পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক-বিশিষ্ট আইনজীবী সিরাজুল ইসলাম বাবু, সমাজসেবক নওশের আলম। অনুষ্ঠানে ধরিত্রী বন্ধু হিসেবে ওয়াজিউর রহমান রাফেলকে সংবর্ধনা দেওয়া হয়।
কমিটি গঠন
ম সিরাজগঞ্জ প্রতিনিধি
কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সিরাজগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রেজাউল করিম রঞ্জুকে সভাপতি ও হুসনে আরা জলিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। গত বৃহস্পতিবার পৌর এলাকার আমলাপাড়ায় পিডাবিস্নউডি কার্যালয়ে ক্যাব সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে অন্যরা হলেন- সহসভাপতি নিয়াজী সুলতানা, প্রিন্সিপাল ওয়াসিম, কোষাধ্যক্ষ আবু জাফর খান টিপু, নির্বাহী সদস্য সাংবাদিক এইচএম মোকাদ্দেস, আহসান হাবীব মুন্না, মোস্তাক আহমেদ নওশাদ, জাফর আহমেদ প্রমুখ।
ফ্রি মেডিক্যাল ক্যাম্প
ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন গরীব চিকিৎসা সেবার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে শহরের রেলওয়ে জেলা পুলিশ ক্লাবে এ ক্যাম্প হয়। এতে প্রায় ১ হাজার অসহায়-দু:স্থ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান সহ বিনামূল্যে প্রয়োজনীয় ওষধ বিতরণ করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও নুর-ই আলম সিদ্দিকী। গরীব চিকিৎসা সেবার প্রধান উপদেষ্টা ডা. শেখ নজরুল ইসলামের সভাপত্বিত্বে ও সভাপতি হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক এমআর আলম ঝন্টু, মামুনুর রশীদ, রবিউল আলম, জসিম উদ্দিন প্রমুখ।
দোয়া-মিলাদ মাহফিল
ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি, পাকিস্তানের সাবেক স্পিকার গমির উদ্দিন প্রধানের ছেলে মরহুম শফিউল আলম প্রধানের জন্মবার্ষিকী ও জাগপা্থর কেন্দ্রীয় কমিটিতে নরসিংদীর শিবপুরের কৃতি সন্তান এনামুল হক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে শেখবাড়ি নুরিয়া মোহাম্মাদিয়া জামে মসজিদে মাহফিল আয়োজন করে শিবপুর উপজেলা জাগপা। এ সময় শফিউল আলম প্রধানের জীবন নিয়ে আলোচনা করা হয়।
কম্বল বিতরণ
ম সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সন্দ্বীপে দীর্ঘাপাড় ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে গরীব-অসহায় বাসিন্দাদের কম্বল বিতরণ করেছেন ইউএনও রিগ্যান চাকমা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দীর্ঘাপাড় ইউনিয়ন আবাসন এলাকায় পাঁচ শতাধিক শীতার্ত দরিদ্র পরিবারকে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন, আহসান জামিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কামরুল হাসান, সাংবাদিক ওমর ফয়সাল, রিয়াদুল মামুন সোহাগ, ইলিয়াছ সুমন প্রমুখ।
শীতবস্ত্র উপহার
ম শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর সদর উপজেলায় আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সুবিদার কান্দি এলাকায় শতাধিক শীতার্ত পরিবারের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সভাপতি সুরুজ আহমেদ খান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাওনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্ট
ম শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে আলহাজ খন্দকার মাহফুজুল হোক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বালুচর মাদ্রাসা সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি-র সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ আল মামুন দুলাল, যুবদলের আহবায়ক আবু রায়হান আল বেরুনীসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শিক্ষার্থীদের কম্বল
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম নোমানের প্রদত্ত কম্বল নওগাঁর পোরশায় দুইটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে। সেই সঙ্গে প্রায় ২০০ শিক্ষার্থীকে দুপুরের খাবার খাওয়ানো হয়। গত বৃহস্পতিবার কালিনগর ফজলুল উলুম ক্বিরয়াতুল কুরআন বহুমুখী মাদ্রাসা ও সাহাপুর মাদানী হাফেজিয়া মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের কম্বল বিতরণ ও খাওয়ার ব্যবস্থা করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি ডা. মাহাবুবব জামান। এ সময় তার সঙ্গে মাদ্রাসার শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
\হ
প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ দিন বিদ্যালয় চত্বরে নামাজ ঘর উদ্বোধন, শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, কেক কর্তন অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জ ইউএনও হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ কুমার নাগ। ধর্মীয় শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক। উপস্থিত ছিলেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন দুলাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফয়সাল বিশ্বাস, রায়গঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব আলী হায়দার আব্বাসী প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ
ম রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন মাদারীপুরের রাজৈর উপজেলার তাঁতীকান্দা যুব সংগঠনের সদস্যরা। শুক্রবার উপজেলার হোসেনপুর ইউনিয়নের তাঁতীকান্দা গ্রামের প্রবাসীদের সহযোগিতায় শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় হোসেনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও তাঁতীকান্দা যুব সংগঠনের পরিচালক মহসিন ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টেকেরহাটের পীরজাদা আলস্নামা কামরুল ইসলাম সাঈদ আনসারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলী আহমেদ আকন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, নায়েবে আমীর নজরুল ইসলাম খান, সহকারী সাধারণ সম্পাদক মাওলানা মোশাররফ প্রমুখ।
সায়েন্টিফিক সেমিনার
ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগতিতে বাংলাদেশ ডিপেস্নামা মেডিকেল অ্যাসোসিয়েশওেনর সাধারণ সভা ও সায়েন্টিফিক সেমিনার -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আলেকজান্ডার মুক্তিযোদ্ধা কমপেস্নক্স হলরুমে বাংলাদেশ ডিপেস্নামা মেডিকেল অ্যাসোসিয়েশন রামগতি - কমলনগর শাখার উদ্যোগে এ সভা হয়। স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএসসি'র সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি ডা. মেজবাহ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও অ্যাসোসিয়েশন লক্ষ্ণীপুর শাখার আহবায়ক ডা. শেখ মুজিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন জেলা সাধারণ সম্পাদক শামুল গনি (ফাহাদ)। সেমিনার উপস্থাপনা করেন এক্সিকিউটিভ এমএসডি স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএসসি ডা. ফাহিম মাসুদ।
সংস্কার কাজ উদ্বোধন
ম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন ডিমলা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি অধ্যাপক রইছুল আলম চৌধুরী। শুক্রবার সকালে উপপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের টুনিরহাট বাজারে প্রভাতি প্রকল্পের আওতায় ২৭ লাখ টাকা ব্যয়ে হাট বাজার উন্নয়ন ইন্টারন্যাল রোডের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা প্রকৌশলী সফিউল আলম, লাইভলিহুড কর্মকর্তা এলজিইডি মেহেদি ফাহদ্ বিন আজাদ, ডিমলা উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, যুগ্ম আহবায়ক আইয়ুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।