ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মুক্তারুল ইসলাম (৬৫), তোজাম্মিন শাহনাজ রেবু (৪৮) ও মামুনুর রশিদ(৩৫)নামে ৩ জন নিহত হয়েছেন। মুক্তারুল ও রেবু সম্পর্কে চাচা ভাতিজি।
শনিবার সকালে পীরগঞ্জ থানার সামনে ও পৌর শহরের ভেলাতৈড় জামতলিতে দুটি দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তারুল পৌর শহরের ভেলাতৈড় ভদ্রপাড়া এলাকার মৃত আলাউদ্দিনে ছেলে এবং তোজাম্মিন শাহনাজ রেবু মিত্রবাটি এলাকার তোয়াবুর রহমানের স্ত্রী। বিষয়টি বিকেলে নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার রাত ৯টার দিকে পৌর শহরের জামতলি এলাকায় রাস্তা পারপারের সময় একটি মোটর সাইকেল মুক্তারুল ইসলামকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা মোটর সাইকেল চালক সৌরভ ও বৃদ্ধ মুক্তারুল ইসলামকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করেন। মুক্তারুলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১২টার পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়।
অন্যদিকে শনিবার সকালে চাচার মৃতু্যর খবর শুনে দেখতে যাওয়ার সময় মিনিবাসের ধাক্কায় তোজাম্মিন শাহনাজ রেবু (৪৮) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নিহত হয়েছেন।
ওসি আরও জানান, তোজাম্মিন শাহনাজ রেবুসহ তার পরিবারের অন্য সদস্যরা চার্জার ভ্যান যোগে ভেলাতৈড় যাওয়ার সময় পীরগঞ্জ থানার সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস চার্জার ভ্যানটিকে ধাক্কা দেয়। শাহনাজ রেবু ঘটনাস্থলেই মারা যান।
ওসি তাজুল ইসলাম বলেন, যাত্রীবাহী বাসটিকে আটক করে থানায় রাখা হয়েছে ও এ ঘটনায় সড়ক আইনে থানায় মামলা করা হয়েছে।
অন্যদিকে শনিবার সকালে ঠাকুরগাঁও-গড়েয়া সড়কের সালন্দর মানবকল্যাণ পাড়া এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় আহত সদর উপজেলার ভেলাজান এলাকার বাসিন্দা মোটরসাইকেল আরোহী মামুনুর রশিদকে (৩৫) ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শহিদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।