বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

৩ যুগ পর অ্যাম্বুলেন্স পেল তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
৩ যুগ পর অ্যাম্বুলেন্স পেল তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স দীর্ঘ ৩৬ বছর পর একটি নতুন অ্যাম্বুলেন্স পেল।

১৯৮৬ সালে প্রথম সরকারিভাবে একটি অ্যাম্বুলেন্স দেওয়া হলেও কিছুদিন পর অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পড়ে। পরবর্তীতে একটি অ্যাম্বুলেন্স পেলেও সেটি দুর্ঘটনার কবলে পড়ে অচল হয়ে যায়। এরপর দীর্ঘ ৩৬ বছর ধরে অ্যাম্বুলেন্সসেবা থেকে বঞ্চিত ছিলেন উপজেলাবাসী।

1

এতদিন সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় ভাড়ায় চালিত অ্যাম্বুলেন্সে, মাইক্রোবাস ও সিএনজিতে রোগীকে শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যেতে হতো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এরফান আহমেদ জানান, তিনি যোগদানের পর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের একটি অ্যাম্বুলেন্স তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে বরাদ্দ নেন। অ্যাম্বুলেন্সটি পাওয়ার উপজেলাবাসী বিশেষ উপকৃত হলো। এখন থেকে হাসপাতালে আগত রোগীদের ভাড়ায় চালিত পরিবহণে শহরে যেতে হবে না।

তাড়াশ পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারীক খন্দকার জানান, ডা. এরফান আহামেদের প্রচেষ্টায় একটি অ্যাম্বুলেন্স পাওয়ায় রোগীদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। আশা করি অ্যাম্বুলেন্সটি যেন যথাযথভাবে ব্যবহৃত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে