সম্প্রতি দিনাজপুরের ফুলবাড়ীতে নর্দান ইলেক্ট্রি সাপস্নাই কোং নেসকো বিদু্যতের প্রিপেইড মিটার স্থাপনের অপচেষ্টা শুরু করায় ফুঁসে উঠেছে স্থানীয় বিদু্যৎ গ্রাহকরা। দলমত নির্বিশেষে আন্দোলন শুরু করেছে প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে। এ নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এরই অংশ হিসেবে প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিল করাসহ স্থাপিত মিটার তুলে নেওয়ার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সম্মিলিত নাগরিক সমাজ এর ব্যানারে পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ব্যানার ফেস্টুন হাতে দাড়ীয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন স্থানীয় বিদু্যত গ্রাহকরা।
মানববন্ধনে সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক হামিদুল হকের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মোত্তালিব পাপ্পুর সঞ্চালনায় বক্তব্য রাখেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদু্যৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, পৌর বিএনপির সহ-সভাপতি মমতাজ চৌধুরী, সদ্য সাবেক কাউন্সিলর আ. জব্বার মাসুদ, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, কমিউনিস্ট পার্টির উপজেলা সভাপতি এসএম নুরুজ্জামান, পৌর জামায়াতের আমীর ডা. জাকারিয়া হোসেন, সম্মিলিত নাগরিক সমাজের উপদেষ্টা আবুল বাশার, সম্মিলিত নাগরিক সমাজের সদস্য সচিব সুরুজ আলী, বৈষম্য বিরোধী ছাত্র নেতা জাকির আহমেদ, জাতীয় গণফ্রন্টের ফুলবাড়ী শাখার সমন্বয়ক কমল চক্রবর্তী প্রমুখ।