বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

'জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় শায়েস্তাগঞ্জে হবে'

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
'জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় শায়েস্তাগঞ্জে হবে'

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এএসএম আমানুলস্নাহ বলেছেন, 'জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় শায়েস্তাগঞ্জে আজ (বৃহস্পতিবার) উদ্বোধন হবে। এদিন থেকেই বিভিন্ন কলেজের কার্যক্রম এই অস্থায়ী কার্যালয় থেকে শুরু হবে। শিগগিরই স্থায়ীভাবে আঞ্চলিক কার্যালয় করতে যাচ্ছি আমরা।' বৃহস্পতিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ভিসি বলেন, 'শায়েস্তাগঞ্জে টেকনিক্যাল ও বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন। আমি সব ধরণের সহযোগিতা করব। মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করেন। তাহলে চাকরি পেছনে দৌঁড়াবে।'

1

শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পলস্নব হোম দাস, থানার ওসি দিলিপ কান্ত নাথ, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তুফা, পঞ্চাশ হইস্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নাছির উদ্দিন, প্রধান শিক্ষক মানিক মিয়া, বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শাহ হুমায়ূন কবীর, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ স ম আফজল আলী, সাবেক সাধারণ সম্পাদক হারুন সাঁই, সহসভাপতি সৈয়দ আজিজুর রহমা ছয়ফুর, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, শাহ মোস্তুফা কামাল, মহিবুর রহমান, মোহাম্মদ শফিক মিয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে