ঝালকাঠির রাজাপুরের বিশখালি নদীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে ইলিশের পোনা ধরা এবং নদী থেকে অবৈধ মাটিকাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন।
গত ১৩ মে মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে বাদুরতলা এলাকার নদী থেকে ৯ টি বেহুন্দীজাল ও একজনকে আটক করা হয়। এসময় তার নিকট এক ব্যারেল ভর্তি বিভিন্ন মাছের অতিক্ষুদ্র পোনা পাওয়া যায়। অন্যদিকে নদীর ভাঙন সংলগ্ন এলাকায় মাটি কাটারত অবস্থায় দুইজন মাঝি আটক করা হয়। তারা দুজনই ঝালকাঠি সুতালরি ব্রিজ সংলগ্ন এআরএম ব্রিকস এর লোক।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল বলেন, অনেক প্রতিকুলতার ভিতরে আমাদের অভিযান পরিচালনা করতে হয়। অনেক সময় জীবনের ঝুকি নিয়েও কাজ করতে হয়। তারপরেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ বলেন, আটককৃ জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ মতে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদন্ড দেয়া হয়েছে। এসময় আটককৃত সারে সাত লক্ষ টাকা মূল্যের নয়টি বেহুন্দী জাল পুড়িয়ে বিনষ্ট করে প্রায় আশি কেজি পোনা মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়াও মাটি কাটার অপরাধে আটক দুজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী প্রত্যেককে এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৩০ দিনের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।