গাজীপুরের কাপাসিয়ায় মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে।
‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ২০২৪-২০২৫ অর্থ বছরে ‘মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান।
কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অলি ভৌমিক ও কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
যাযাদি/এল