মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

'দেশের ১২ লাখ নারী অভিবাসীর অধিকাংশই অদক্ষ'

আমজাদ হোসেন, নরসিংদী
  ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
'দেশের ১২ লাখ নারী অভিবাসীর অধিকাংশই অদক্ষ'

বিদেশে জনশক্তি রপ্তানির দিক থেকে বাংলাদেশ ষষ্ঠ এবং রেমিট্যান্স অর্জনের দিক থেকে সপ্তম স্থান অধিকারী। কিন্তু বাংলাদেশ বিপুল সম্ভাবনাময় জনশক্তি রপ্তানির দেশ হওয়া স্বত্বেও সেই তুলনায় দক্ষ কর্মী গড়ে উঠছে না। অদক্ষ এবং অসচেতন হওয়ার কারণে বহু অভিবাসী বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এমনসব তথ্য তুলে ধরেছেন অভিবাসন বিষয়ে বিশেষজ্ঞরা।

সোমবার নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়ন পরিষদের কনফারেন্স রুমে ব্র্যাক মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার আয়োজিত 'নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ' শীর্ষক আলোচনা সভায় বক্তারা এমন তথ্য জানিয়েছেন।

পরিষদের প্রশাসক জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউজ্জামান সরকার। প্রধান আলোচক ছিলেন ব্র্যাক মাইগ্রেশন শাখার মনোসামাজিক কাউন্সেলর আবির নোমান। উপস্থিত ছিলেন ব্র্যাকের নরসিংদী সদর শাখার প্রোগ্রাম অর্গানাইজার সোহরাব মোলস্না, হাসিবুল হাসান রাফিন এবং স্থানীয় পর্যায়ের প্রবাসবন্ধু ফোরামের সদস্যরা।

প্রধান আলোচক আবির নোমান জানিয়েছেন, বাংলাদেশী প্রায় ১ কোটি অভিবাসী রয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে। এরমধ্যে নারী অভিবাসী রয়েছেন প্রায় ১২ লাখ। কিন্তু এই বিপুল সংখ্যক অভিবাসীদের অধিকাংশরাই অসচেতন এবং অদক্ষ। একারণে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। বিশেষ করে নারী অভিবাসীরা বেশি ক্ষতিগ্রস্ত। বিদেশ যাওয়ার আগে তারা প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ভিসার কাগজপত্র যাচাই-বাছাই না করেই যান। এতে তারা প্রতারণার শিকার হন। আর এই পরিস্থিতি বাংলাদেশী অভিবাসীদের মধ্যেই বেশি ঘটছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে