পাবনার আমিনপুর থানার কাশিনাথপুরে ইট বোঝাই ভটভটি ও মোটর সাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মোটর সাইকেলের দুই আরোহী। গত সোমবার কাশিনাথপুর ফুলনাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিনাথপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক রাবিন্দ্র নাথ মন্ডল।
নিহত যুবক বেড়া উপজেলার নগরবাড়ি বসন্তপুর গ্রামের ইকবাল শেখের ছেলে জামিল শেখ (২৩)। আহতরা হলেন- ওই এলাকার মাখম আলীর ছেলে পরাগ হোসেন ও সিংহাসন গ্রামের ধ্বনি শেখের ছেলে ইমরান শেখ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাজিরহাট এলাকা থেকে জামিল, পরাগ ও ইমরান এক মোটরসাইকেলে করে কাশিনাথপুরের দিকে আসছিলেন। মোটর সাইকেলটি কাশিনাথপুর ফুলবাগান মোড়ে পৌঁছালে নগবাড়িগামী ইট বোঝাই ভটভটির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আহত তিন মোটর সাইকেল আরোহীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। জামিল ও পরাগের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে নিতে গেলে পথেই জামিল মারা যান।
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের চাকায় পিষ্ট হয়ে তাহসিন মাহমুদ রিফাত (২৪) নামের গাংচিল পরিবহনের এক স্টাফ নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন ওজনস্কেল এলাকায় যাত্রীবাহী গাংচিল পরিবহনের একটি বাস থেকে ছিটকে পড়ে একই বাসের চাকায় পিষ্ট হলে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, এক্সপ্রেসওয়ের থানা সংলগ্ন ওজনস্কেল মোড় এলাকায় ভোরের দিকে ঢাকা-ভাংগা টোলপস্নাজামুখী যাত্রীবাহী গাংচিল পরিবহনের বাসটি ঘন কুয়াশার কারণে আকষ্মিক সজোড়ে ব্রেক করে। এ সময় বাসটির স্টাফ রিফাত ভেতরে দরজা থেকে ছিটকে সড়কে পড়ে গিয়ে একই বাসের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই নিহত হনয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের প্যান্টের পকেটে পাওয়া জাতীয় পরিচয় পত্র থেকে পরিচয় জানতে পারে। তিনি ঢাকা মেট্রো-ব ২৪৬৫ গাংচিল পরিবহন গাড়ির স্টাফ। নিহত রিফাত ঢাকা জেলা দোহার উপজেলার মুকসুদপুর বেথুয়া গ্রামের ফিরুজ আলমের ছেলে।