মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

গাজীপুরে জমি সংক্রান্ত হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর মহানগর প্রতিনিধি
  ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
গাজীপুরে জমি সংক্রান্ত হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে জমি নিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মহানগরীর হাবিবুলস্ন্যাহ সরণীস্থ গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নজরুল ইসলাম।

তিনি বলেন, জয়দেবপুর থানার মির্জাপুর ইউনিয়নের ডগরী মৌজার ৫৩ শতাংশ জমির মালিক ও ভোগদখলকারী তিনি। যা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, গাজীপুর এ প্রতিপক্ষ খবিরন্নেছা ওরফে সুফিয়া বাদী হয়ে পিটিশন মোকদ্দমা নং-৭১/২০২২ দায়ের করেছিলেন। এর প্রেক্ষিতে আদালত সরেজমিনে প্রতিবেদনের জন্য সদর এসিল্যান্ড অফিসে চিঠি পাঠান। এ বিষয়ে মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিস ২০২৩ সালে ১১ জুন এসিল্যান্ড বরাবর জমি দখল বিষয়ে তদন্ত প্রতিবেদন দেন। সার্বিক বিবেচনায় মামলা (নথিজাত) মোকদ্দমাটি খারিজ করে দেন আদালত।

অন্যদিকে নালিশী সম্পত্তিতে খবিরন্নেছা ওরফে সুফিয়া ০.১৭ একর জমিতে ভোগ দখলে রয়েছেন। তরপরেও উদ্দেশ্য প্রনোদিতভাবে পুরো জমি আত্মসাত করার লক্ষে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন।

নজরুল ইসলাম আরও বলেন, 'সম্প্রতি দুটি পত্রিকায়, রেকর্ডপত্র নষ্ট হওয়ার সুযোগে জাল দলিল তৈরি করেছে প্রতারক চক্র ও বিধবার ২ কোটি টাকা মূল্যের জমিদখল চেষ্টার অভিযোগ, পৃথক পৃথক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটিতে আমার সম্পত্তি জরিয়ে মনগড়া তথ্য প্রকাশ করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে