মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
সংবাদ সংক্ষেপ

কম্বল বিতরণ

ম রাজশাহী অফিস

রাজশাহীতে সংবাদপত্র শ্রমিকদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার নগরীর গোরহাঙ্গা এলাকায় মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। রাজশাহী জেলা পরিষদের সহযোগিতায় মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১৪০ জন শ্রমিককে কম্বল দেওয়া হয়। শ্রমিকদের হাতে কম্বল তুলে দেন দৈনিক যায়যায়দিনের বু্যরো প্রধান ও একুশে টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন এবং মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ জনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সংগঠনিক সম্পাদক আলামিন।

পর্যালোচনা অনুষ্ঠান

ম রংপুর প্রতিনিধি

রংপুরে স্মার্ট লিভিং নার্সিং কলেজের রেজাল্ট পর্যালোচনা অনুষ্ঠান মঙ্গলবার নগরীর পূর্ব গেট এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রকৌশলী আল মামুন আখতারুজ্জামান। সভাপতিত্ব করেন নার্সিং কলেজের অধ্যক্ষ খালেদা বানু। বক্তব্য রাখেন পরিচালক শিল্পী বেগম, প্রশাসনিক কর্মকর্থা ্নমে সুজা চৌধুরী, প্রশিক্ষক সাকাওয়াত হোসেন ও সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ।

জানা গেছে, চুড়ান্ত পরীক্ষায় রংপুর বিভাগে দ্বিতীয় ও জেলায় প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞান মেলা সমাপ্ত

ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা মঙ্গলবার সমাপ্ত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা অডিটরিয়ামে এ মেলার উদ্বোধন করেন ইউএনও মিনহাজুল ইসলাম। উপস্থিত ছিলেন এসিল্যান্ড সানজিদা মুস্তারি, প্রকৌশলী কর্মকর্তা বাকি বিলস্নাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, কৃষি অফিসার সজীব আল মারুফ, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, নির্বাচন কর্মকর্তা রোকসানা পারভীন, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার প্রমুখ।

ভবন উদ্বোধন

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া দাখিল মাদ্রাসার আয়োজনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) নওগাঁর বাস্তবায়নে মঙ্গলবার হাটকালুপাড়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। মাদ্রাসার সুপার আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আত্রাই ইউএনও কামাল হোসেন। উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী সুজাউদ্দীন সরদার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার, ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন সরদার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী বাদল প্রমুখ।

খাল পুনর্খনন উদ্বোধন

ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের বটতলি বোয়ালিয়াকুল বালুখালী খালের এক কিলোমিটার পুনর্খনন কাজের উদ্বোধন হয়েছে। হাটহাজারী উপজেলার বিএডিসি'র উদ্যোগে বিএডিসি সেচ বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ভূ-উপরিষ্ট পানি ব্যবহারের মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে পুনর্খনন উদ্বোধন করেন ইউএনও এবিএম মশিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিএডিসি'র নির্বাহী প্রকৌশলী ফাতেমা আক্তার জেনি। এ সময় স্থানীয়রা বলেন, খালটি খননের ফলে এলাকার শত শত কৃষক উপকৃত হবে। পানির অভাবে বন্ধ থাকা ইরি চাষ শুরু হবে। নিরসন হবে দীর্ঘদিনের জলাবদ্ধতা।

শীতবস্ত্র বিতরণ

ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

চারঘাট প্রেস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রেস ক্লাবের কার্যালয়ে গত রোববার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন গ্রামের প্রতিবন্ধী, হতদরিদ্র ও ভিক্ষুকদের কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চারঘাট প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সহ সভাপতি ময়েন উদ্দিন পিন্টু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম সম্পাদক মাইনুল হক সান্টু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আশা, অর্থ সম্পাদক মিঠু রানা,দপ্তর সম্পাদক কেএম জুবায়ের ইসলাম, প্রচার সম্পাদক মোহায়মিনুর হক স্বপন প্রমুখ।

প্রস্তুতি সভা

ম ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের ৮ ফেব্রম্নয়ারি আগমন উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে সোমবার বিকালে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুলস্নাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার শহর আমীর আব্দুলস্নাহ আল ফারুক প্রমুখ।

দোয়া মাহফিল

ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা সদর উপজেলার চলিস্নশা ইউনিয়নের কেন্দ্রীয় হাফেজিয়া মাদ্রাসায় মঙ্গলবার দোয়া মাহফিলের আয়োজন হয়। জেলা ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার হোসাইন বাদশার উদ্যোগে হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের দিয়ে প্রথমে কোরআন খানি ও পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. শরিফ উদ্দিন।

 

হস্তশিল্প প্রশিক্ষণ

ম শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখায় বিআরডিবির আয়োজনে, দরিদ্র মহিলাদের জন্য সমম্বিত কর্মসংস্থান সহায়ক প্রকল্প (ইরেসপো)- ২য় পর্যায় ৩ দিন মেয়াদি আয়বর্ধনমূলক প্রশিক্ষণ বিষয়ঃ হস্তশিল্প তৈরিকরণ উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার। প্রশিক্ষণে ট্রেইনার ছিলেন বিআরডিবির ঢাকার অতিরিক্ত সচিব (পরিকল্পনা) কেরামত আলী সরকার, প্রকল্প পরিচালক (ইরেসপো) রাশেদুল আলম, শালিখা ইউএনও হাসিনা মমতাজ, বিআরডিবি মাগুরার উপপরিচালক আরিফুল ইসলাম, উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার অঞ্জনা রানী ঘোষ, সহকারি পরিচালক প্রশাসন ঢাকার মনিটরিং কর্মকর্তা শামিমা আক্তার, শালিখা থানার ওসি ওলি মিয়া এআরডিও ইরেসপো সাইফুল ইসলাম।

খাদ্য বিতরণ

ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যেঝ মুরগি ও মুরগির খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার প্রাণী সম্পদ অফিস চত্বরে উপকরণ বিতরণ হয়। প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার জান্নাতুন ফেরদৌসের সঞ্চালনায় উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর ইউএনও মেহেদী হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ। উপস্থিত ছিলেন এসিল্যান্ড রেজাউল করিম, নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, নিয়ামতপুর পলস্নী বিদু্যতের ডিজিএম মোসাদ্দেকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিন প্রমুখ।

সেমিনার অনুষ্ঠিত

ম শাবি প্রতিনিধি

\হশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) 'ডাটা এন্ড সোয়াট এনালাইসিস অন সাব-প্রজেক্ট রাইটিং' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. আবু হায়াত মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুন, স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সামসুন নাহার বেগম।

ইউএনও'র মতবিনিময়

ম নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবযোগদানকারী ইউএনও সারমিনা সাত্তার। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে ওই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন অসংঙ্গতি ও সমস্যা তুলে ধরেন সাংবাদিকরা। ইউএনও সমস্যাগুলোর নোট নেন এবং এর সমাধানে চেষ্টা চালাবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

আর্থিক সহায়তা

ম মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কম্বল ও নগদ অর্থ বিতরণ করেছে কাশিমপুর ইউনিয়ন শিশু ফোরাম। মঙ্গলবার উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করে সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন জামালপুর এসিও সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, প্রোগ্রাম অফিসার মার্শেল রংদী, সাংবাদিক মামুন আল গাইয়ুম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ.খালেক, আরিফুল ইসলাম, কাশিমপুর কেন্দ্রীয় শিশু ফোরাম সভপতি মনির হোসেন, সহ-সভাপতি রিফাত মিয়া প্রমুখ।

আহবায়ক কমিটি

ম কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে জেলা বিএনপির আহবায়ক স্বাক্ষরিত দলীয় প্যাডে ২১ সদস্য বিশিষ্ট এ দুটি কমিটি ঘোষণা করা হয়। জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের যৌথ স্বাক্ষরিত কুলাউড়া উপজেলা কমিটিতে আহবায়ক রেদওয়ান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল ও শওকতুল ইসলাম শকু। সদস্যরা হলেন- এ এন এম খালেদ লাকী, ময়নুল হক বকুল, জয়নাল আবেদীন বাচ্চু, শামিম আহমদ চৌধুরী, এম এ মজিদ, আজিজুর রহমান মনির, আলমগীর হোসেন ভূঁইয়া, বদরুজ্জামান সজল প্রমুখ।

কম্বল বিতরণ

ম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দিবাগত রাতে এ কম্বল বিতরণের আয়োজন করে ঝিনাইদহ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি। স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা আজিজুল ইসলাম লিটনের সৌজন্যে শহরের হামদহ ট্যাংকিপাড়ায় প্রধান অতিথি হিসাবে কম্বল বিতরণ উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল কবির মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী, আসিফ ইকবাল মাখন, কোষাধ্যক্ষ জুলফিকার হোসেন, সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি প্রমুখ।

লটারি অনুষ্ঠিত

ম কয়রা (খুলনা) প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রামীণ রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি)করণ নির্মাণ প্রকল্পের আওতায় প্রাপ্ত দরপত্রসমূহ হতে দরদাতা নির্বাচনের লে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে 'গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) (২ য় সংশোধিত)' প্রকল্পের আওতায় গৃহীত রাস্তাসমূহের উন্মুক্ত লটারি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। লটারীতে মিরাজ মিরা এন্ড কোং প্রথম স্থান লাভ করেন। মঙ্গলবার উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ লটারি অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও রুলী বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুনার রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণ

ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি

লক্ষ্ণীপুরের রামগতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কম্বল (শীতবস্ত্র) বিতরণ করা হয়েছে। ে শীতার্ত ১ হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাসনীম আলম আদনানের উপস্থিতিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. রাকিব, ঢাকা কলেজের মুখ্যস সংগঠক ইমরান নাজির, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর প্রমুখ।

সক্ষমতাবৃদ্ধি প্রশিক্ষণ

ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে জলবায়ু স্মার্ট কৃষি উৎপাদন প্যাকেজ এবং উত্তম কৃষি চর্চার (এঅচ) উপর কমিউনিটি মার্কেট এজেন্ট ও উৎপাদক দলের লিডারদের সঙ্গে সক্ষমতাবৃদ্ধি মূলক প্রশিক্ষণ। গত সোমবার উলিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণে সহায়তা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতিম রায়, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের উপজেলা কো-অডিনেটর বিজন কুমার দেব, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার খলিলউলস্নাসহ আরও অনেকে।

মতবিনিময় সভা

ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও হেলথ কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বকুল মেমোরিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্য মো. ছাকিল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সমিতির সহ-সভাপতি আলতাফ হোসেন শিকদার। উপস্থিত ছিলেন ক্লিনিকের ব্যবস্থাপক জাহাঙ্গীর মিলন এবং উপজেলা স্বাস্থ্য সুপারভাইজার মাহবুব হোসেন প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ

ম হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুর আর্থ মানবতার সেবায় নিয়োজিত দিশারী উন্নয়ন সংস্থার উদ্যোগে হতদরিদ্র ৬ শতাধিক শীতার্তকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার আশুতিয়া নতুন বাজারে সংস্থার কার্যালয়ে শীতবস্ত বিতরণ হয়। সংস্থার সভাপতি ও স্থানীয় শাহেদল ইউপি চেয়ারম্যান এবং বর্তমানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্‌বায়ক আবুল হাসিম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোফাজ্জল হক, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন।

সংবর্ধনা প্রদান

ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বিএনপির কাউন্সিলে সভাপতি নির্বাচিত হওয়ায় গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শওকত জামানের সঞ্চালনায় সংবর্ধিত সভাপতি রবিউল কবির মনু ছাড়াও বক্তব্য রাখেন সাবেক সভাপতি গোপাল মোহন্ত, খোকন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল ইসলাম, রাসেল আহম্মেদ এবং বর্তমান সহ-সভাপতি মনজুর হাবীব মনজু, যুগ্ম-সম্পাদক শামীম রেজা ডাফরুল, তাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন, দপ্তর সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে