মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

পল্টনে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে তরুণের মৃতু্য

যাযাদি রিপোর্ট
  ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
পল্টনে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে তরুণের মৃতু্য

রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে সাজু মোলস্না (২২) নামের এক তরুণের মৃতু্য হয়েছে।

সাজুর বন্ধু পরিচয় দেওয়া মো. বায়েজিদ বলেন, সোমবার দিবাগত রাত তিনটার দিকে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় ঘটনাটি ঘটে। তার ধারণা, সাজু ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন।

নিহত সাজু পেশায় প্রাইভেট কারচালক ছিলেন বলে জানান বায়েজিদ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, সাজুর শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা কলেজের মর্গে রাখা হয়েছে।

ঘটনার বিষয়ে বায়েজিদ বলেন, তিনি তার অটোরিকশায় সাজুকে মুগদা থেকে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় নিয়ে আসেন। সাজু অটোরিকশা থেকে নামার পর তিনি (বায়েজিদ) একটু দূরে একটি দোকানে চা পান করছিলেন। হঠাৎ চিৎকার শুনে তিনি দৌড়ে গিয়ে একটি গলিতে সাজুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি আরো বলেন, ছিনতাইকারীরা হয়তো সাজুকে ছুরিকাঘাত করেছেন বলে তিনি ধারণা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে