সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ভুয়া পুলিশসহ পাঁচ জেলায় গ্রেপ্তার ১৩

স্বদেশ ডেস্ক
  ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
ভুয়া পুলিশসহ পাঁচ জেলায় গ্রেপ্তার ১৩
ভুয়া পুলিশসহ পাঁচ জেলায় গ্রেপ্তার ১৩

ভুয়া পুলিশসহ পাঁচ জেলায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নওগাঁ, চট্টগ্রামের বাঁশখালী, কুমিলস্নার দাউদকান্দি ও নাঙ্গলকোট এবং কুষ্টিয়া ও জেলার মিরপুরে তাদের গ্রেপ্তার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর বদলগাছীতে ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল, একটি পস্নাস্টিকের পিস্তল, দুইটি স্মার্ট ফোন, নগদ ১৫ হাজার টাকা ও একটি ওয়াকিটকিসহ পুলিশ পরিচয় ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

বুধবার নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজির রহমান বলেন, গত ৩ জানুয়ারি রাতে ধামইরহাট উপজেলার ইউসুফপুর গ্রামের নুর ইসলাম বদলগাছী থানাধীন মথুরাপুর এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। এ ঘটনায় বদলগাছী থানায় একটি মামলা হলে অভিযান চালিয়ে ৭ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ রায়ছটার চৌধুরী ঘাট এলাকায় পুরাতন ব্রিজের লোহার পাটাতন চুরি করে বিক্রি করার অভিযোগে আনোয়ার কবির (২১) নামে এক ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রায়ছটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনোয়ার খানখানাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড রায়ছটার চৌধুরী ঘাট এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে।

দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি জানান, দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে মঙ্গলবার গভীররাতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া ভুলিরপাড়ে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুই তরুণকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন উপজেলার বাশরা গ্রামের আলমগীরের ছেলে ইসহাক তুষার (২৪) ও গৌরীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান রাজা (২২)।

কুষ্টিয়া সদর প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে হত্যা মামলার একজন পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় শিক্ষার্থী ও জনতাসহ নিহত হয় ৯জন। পরে নিহতের পরিবার কুষ্টিয়া মডেল থানায় এজাহার দাখিল করে। গত সোমবার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার কুমারখালী কয়া ইউনিয়নের বানিয়াপাড়ায় অভিযান চালিয়ে ইউসুফ শেখ হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার মৃত জলিল মালিথার ছেলে মুক্তার হোসেনকে (৫০) গ্রেপ্তার করে।

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে স্টেশনের নকশীকাঁথা ট্রেন থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ করিম বেপারী (৬৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে পোড়াদহ জংশন ৩নং পস্নাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করিম বেপারী চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার উজলপুর বিলপাড়া গ্রামের মৃত জিন্নাত আলী বেপারীর ছেলে।

নাঙ্গলকোট (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার নাঙ্গলকোটে বাঙ্গড্ডা ইউপির নূরপুর সেবাখোলা নামক স্থানে রাস্তা থেকে দুই তরুণী তুলে নিয়ে ইউনিয়ন এক যুবদল নেতার নেতৃত্বে দলবদ্ধ ধর্ষণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক তরুণী বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করলে এজহারভূক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মামলার এক নং আসামি গান্দাচী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে শহীদুল ইসলাম শহীদ(২৬) ও তদন্তে সম্পৃক্ত আসামি হেসিয়ারা গ্রামের মৃত ছায়েদুর রহমানের ছেলে আবুল বাশার (৩৫)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে