সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

কিশোরগঞ্জের হাওড়ে পানি উন্নয়ন বোর্ডের খাল খনন চলছে

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
কিশোরগঞ্জের হাওড়ে পানি উন্নয়ন বোর্ডের খাল খনন চলছে

কিশোরগঞ্জের বাজিতপুর, নিকলীতে পানি উন্নয়ন বোর্ডের খাল খনন কর্মসূচি গত কয়েকদিন ধরে চলছে। গত সোমবার হাওড়ে গেলে দেখা যায় ছাতিরচর ইউনিয়নের ছাতিরচর হতে বড়পিটখাল, নিকলী নতুন বাজারের পাগলা খাল খনন, নিকলী পুতিনের খাল ও বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের শিয়ালদীপাড় খাল খনন কর্মসূচি চলবে বলে ইউনুস এন্ড ব্রাদার্সের ঠিকাদার রাসেল মিয়া জানান।

এসব খাল ৭ কিলোমিটার ৯০০ মিটার উন্নয়ন কাজ হচ্ছে। এতে মোট বরাদ্দ ৭ কোটি ৩৫ লাখ টাকা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বর্তমান সরকার কৃষকদের ধানী জমি ফসলের উন্নয়নের জন্য এ সব কাজ করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জানান, মূল নদী হতে শ্রোতের জন্য ও কৃষকদের কৃষি ধানের সুফল পাওয়ার জন্য খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে