সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
সংবাদ সংক্ষেপ

হল উদ্বোধন

ম গাজীপুর মহানগর প্রতিনিধি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ২য় ক্যাম্পাসে নবনির্মিত 'বিজয়-২৪' হল উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদ অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. আরেফিন কাউসার, মেকানিক্যাল অনুষদের ডীন এবং উপ-উপাচার্য। সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ। উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. নাজিম উদ্দীন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শারাফত হোসেন, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মাহমুদ আলম, এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার রায়। অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডুয়েট মসজিদের ইমাম।

তথ্য সংগ্রহ শুরু

ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

ভোটার তালিকা হালনাগাদ করণে আটঘরিয়ায় ৫১ জন তথ্য সরবরাহকারী বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারের তথ্য সংগ্রহের কাজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। চলবে ১১ এপ্রিল পর্যন্ত। উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকসানা নাসরিন জানান, বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহের জন্য ৫১ জন তথ্য সংগ্রহকারী এবং ১২ জন সুপারভাইজার মঙ্গলবার থেকে কাজে নিয়োজিত আছেন। তথ্য সংগ্রহ শেষে সুবিধাজনক স্থানে রেজিস্ট্রেশন কেন্দ্র খুলে বায়োমেট্রিক গ্রহণ করা হবে।

আলোচনা সভা

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আত্রাই উপজেলা শাখার বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিদ্দিকুর রহমান রাজার বয়লারে উপজেলা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সভাপতি রেজাউল হক। এছাড়াও বক্তব্য রাখেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার যুগ্ম-সাধারণ মাযহারুল ইসলাম (হিরা) ও মাহবুব আলম, আত্রাই বনিক সমিতির সাধারণ সম্পাদক শাহিন, সামসুল হক প্রমুখ।

খেলার মাঠ তৈরি

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ে ৪০ শতক জায়গায় খেলার মাঠ করে দিলেন মাস্টার নজির আহমদ ট্রাস্ট। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত বাঁশখালীর রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ দিন পর মাঠের ব্যবস্থা হওয়ায় ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক মন্ডলী ও এলাকাবাসী মাস্টার নজির আহমদ পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। গত মঙ্গলবার প্রায় ৬ লক্ষাধিক টাকা ব্যয়ে সম্পন্ন হওয়া মাঠ ভরাট কার্যক্রম উদ্বোধনে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খানখানাবাদ ইউনিয়নের মাওলানা জাকের আহমদ। প্রধান অতিথি ছিলেন খানখানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস ছবুর চৌধুরী। উপস্থিত ছিলেন রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কামাল উদ্দীন চৌধুরী, নজির আহমদ ট্রাস্টের প্রতিনিধি মাওলানা শাহজাহান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার রফিকুল ইসলাম প্রমুখ।

পরিছন্নতা অভিযান

ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে তারুন্যের উৎসব উপলক্ষ্যের্ যালি, পরিস্কার পরিছন্নতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন আয়োজনে পরিষদ চত্বরে পরিস্কার পরিছন্নতা ও একটির্ যালি বের হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও জান্নাতুন ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল হোসেন। আরও বক্তব্য দেন এসিল্যান্ড আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাৎ রাশেদা পারভীন, চারঘাট প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ।

পুরস্কার বিতরণ

ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়ার মোস্তফাপুর আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে আলোচনা সভা অধ্যাপক আব্দুল হামিদ সেখের সভাপতিত্বে ও প্রভাষক কুতুব সাহাব উদ্দিন বাবুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও শাহরুখ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ওসি ফরিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহজান আলী। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার মাহমুদুন নবী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু কালাম আজাদ। এ সময় প্রধান শিক্ষক ফেরাজ উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্যমেলা উদ্বোধন

ম লক্ষ্ণীপুর প্রতিনিধি

লক্ষ্ণীপুরে দুইদিনব্যাপী তথ্য মেলা উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর ব্যানারে লক্ষ্ণীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এ উপলক্ষে বুধবার বর্ণাঢ্যর্ যালি বের হয়। মেলায় সরকারি ৩৬ ও বেসরকারি ৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর আগে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথিরা। সনাক লক্ষ্ণীপুরের সভাপতি জেড এম ফারুকির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস প্রমুখ।

পুরস্কার প্রদান

ম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরের চা বাগান এলাকায় কাজী সাইয়েদুল আলম উচ্চ বিদ্যালয় ও সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় যৌথ ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়েছে। কাজী সাইয়েদুল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। দায়িত্ব পালন করেন সোনাতলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা ও কাজী সাইয়েদ উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আব্দুল জলিল মিয়া।

ছবক ও দোয়া

ম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে ছাবিদিয়া মহিলা দাখিল মাদ্রাসায় বুধবার সকালে ছবক ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সুপার মাওলানা ইউসুফের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা ফয়েজ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঘাটলাবাগ মহিলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন ৮নং নোয়াখলা ইউনিয়নের চেয়ারম্যান মানিক, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ, গর্ভনিং বডির সদস্য মনিরুজ্জামান সোহাগ, ১নং ওয়ার্ড ইউপির সদস্য ওমর ফারুক প্রমুখ।

সম্মেলন ও কাউন্সিল

ম ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু ছিদ্দিকের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল। ঈদগাঁহ আদর্শ শিক্ষা নিকেতন মাঠে কাউন্সিলে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বাঙ্গালীর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ।

সাংস্কৃতিক প্রতিযোগিতা

ম মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে সঈদউদ্দিন কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়েছে। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও ইউএনও জাহিদ বিন কাশেম সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাতা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ জাহির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সদস্য ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ প্রমুখ।

শ্রেষ্ঠ বিজ্ঞান শিক্ষক

ম মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় বিজ্ঞান মেলায় 'শ্রেষ্ঠ বিজ্ঞান শিক্ষক'র পুরষ্কার পেলেন মনোয়ারা বেগম মহিলা কলেজের গণিত বিভাগের প্রভাষক কানুলাল দে। উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই পুরষ্কার দেওয়া হয়। গত মঙ্গলবার উপজেলা পরিষদ চত্তরে অলিম্পিয়াডে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অংশগ্রহনকারি প্রতিষ্ঠানের মধ্য থেকে এ শ্রেষ্ঠ বিজ্ঞান শিক্ষক নির্বাচন করা হয়। পরে সন্ধ্যায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও পাঠান মো. সাইদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান।

বিজ্ঞান মেলা উদ্বোধন

ম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার এবং ৯ম বিজ্ঞান অলিস্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন ইউএনও রেদুয়ানুল হালিম। উপস্থিত ছিলেন এসিল্যান্ড আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুলস্নাহ আনছারী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী ডা. ফজলার রহমান প্রমুখ।

মিলন মেলা

ম নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে বসেছে ক্ষুদে বিজ্ঞানীদের মিলন মেলা। ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে দুইদিন ব্যাপি মেলার উদ্বোধন করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। উপজেলা পরিষদ চত্বরে ১২টি স্কুল কলেজ ও আটটি সরকারি দপ্তরের শতাধিক ক্ষুদে বিজ্ঞানী ওই মেলায় অংশ গ্রহণ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিল্যান্ড আশরাফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার হুসনেয়ারা মীরা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, নির্বাচন অফিসার হাসিব বিন শাহাব, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।

পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

ম বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

নরিসংদীর বেলাবোতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি অফিস হল রুম ও রিসোর্স সেন্টারে ৬০ জন প্রশিক্ষনে অংশগ্রহণ করে। প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মহিবুর রহমান সিদ্দিকী, প্রশিক্ষণ দেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইলোরা পারভিন বারটান, সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা সোহাগ মিয়া বারটান, কৃষি সম্প্রসারণ অফিসার মাহবুব আলম লেলিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুনায়েদ নাঈম প্রমুখ।

কম্বল বিতরণ

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার চন্ডীপুর ইউনিয়নের মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এ, জেড, এম রেজওয়ানুল হকের পুত্র এ, জেড, এম আরিফুল হক রিয়েল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হক মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক রেজাউল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি তোহুবার রহমান প্রমুখ।

শীতার্তদের সহায়তা

ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলীতে জেলা পরিষদের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ করা হয়েছ। বুধবার জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের নির্দেশে জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান উপজেলার তিন ইউনিয়নে এ কম্বল বিতরণ করেন। এর আগে তিনি রাজস্থলী ইউএনও সজীব কান্তি রুদ্রর সঙ্গে সৈজন্য স্বাক্ষাত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মঞো মারমা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, সহ সভাপতি চাথোয়াই মারমা, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা প্রমুখ।

ফলো-আপ মিটিং

ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রম্নপ (পিএফজি), আয়োজনে পিএফজির ফলো আপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে বোনার পাড়া সরাইখানা হল রুমে উপজেলা কমিটির শাহ আলম মন্ডলের সভাপতিত্বে মিটিংয়ে বক্তব্য রাখেন পিএফজি রংপুর অঞ্চলের সমন্বয়ক রাজেশ দে, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ মিলন, অধ্যক্ষ নওয়াব আলী প্রধান সাজু, প্রভাষক শাহ আলম, সাংবাদিক আনোয়ার হোসেন রানা, সিপিবি নেতা যজ্ঞেশ্বর বর্মণ, প্রভাষক মোশারফ হোসেন, জুলফিকার হায়দার শাহিন, এনামুল হক শিল্পী মন্ডল, জুলফিকার রহমান লিখন প্রমুখ।

শিক্ষার্থীদের সংবর্ধনা

ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার তিতাসে কাপাশকান্দি মডেল একাডেমীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। কাপাশকান্দি গ্রামের বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান মুন্সি, জামান ভূঁইয়া, একাডেমীর পরিচালনা পরিষদের সদস্য আব্দুল কাদির মোলস্না, শিপন মোলস্না, মো. মোস্তফা, সাথী আক্তার, শিক্ষক প্রতিনিধি মজিবুর রহমান, ইউপি সদস্য মো. আলম ও মো. দিদার, বিদ্যালয় প্রতিষ্ঠার দাতা সদস্যের প্রতিনিধি মৌসুমী আক্তার ও তাছলিমা আক্তার প্রমুখ।

সাইক্লিং প্রতিযোগিতা

ম নড়াইল প্রতিনিধি

নড়াইলে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা হয়েছে। বুধবার শহরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ স্টেডিয়ামে এ প্রতিযোগিতা হয়। তারুণ্যের উৎসব উপলক্ষ্যে এ আয়োজন করে জেলা প্রশাসন ও ক্রীড়া অফিস। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক যুবায়ের হোসেন, আরাফাত হুসাঈন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট সঞ্জয় কুমার ঘোষ, জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান, ক্রীড়া সাংবাদিক আল আমিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে