তিন জেলায় অভিযান চালিয়ে যুবলীগ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে দুইজন, জেলার বাঁশখালীতে যুবলীগ নেতা, গাজীপুরের কাপাসিয়ায় শিশু বলাৎকারের অভিযোগে নসিমন চালক ও মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৯ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়। আঞ্চলিক বু্যরো ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ৩৬ হাজার ৩০০ পিস ইয়াবা এবং সাড়ে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছের্ যাব। গত বুধবার রাতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন পূর্ব ফরিদা পাড়া এবং ফেনী সদর থানাধীন রামপুর এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করের্ যাব।
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছের্ যাব-৭।
গ্রেপ্তাররা হলেন- খুশি আক্তার প্রকাশ খুশিদা আক্তার (২৫) ও মো. মোশারফ (২৩)।
র্
যাব জানায়, দীর্ঘদিন ধরে তারা কক্সবাজার ও কুমিলস্না জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। পৃথক দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালীতে আবদু শুক্কুর (৩৬) নামে পৌরসভা যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের বিশেষ অভিযানে বাঁশখালী পৌরসভা এলাকায় থেকে হামলা ও নাশকতার অভিযোগে পৌরসভা যুবলীগ নেতা আবদু শুক্কুরকে (৩৬) গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, 'আবদু শুক্কুরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরই প্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কাপাসিয়ায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে একজন নসিমন চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হ নসিমন চালকের নাম জয় চন্দ্র দাস (২৩)। তিনি উপজেলার দরিমেরুন গ্রামের নারায়ণ চন্দ্র দাসের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তার বাড়ি থেকে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শিশুর পিতা আমজাত হোসেন জানান, গত বুধবার বিকালে তার ছেলে ও বন্ধু বাড়ির পাশেই খেলা করছিল। পরে ওই লোকটি তার ছেলের সঙ্গে থাকা বন্ধুকে টাকা দিয়ে চকোলেট আনতে একটি দোকানে পাঠায়। এরপর তার ছেলেকে পাখির বাসা ও বাচ্চা দেখানোর কথা বলে বকালিবাড়ী ব্রিকস ফিল্ডের পাশে জঙ্গলে নিয়ে বলাৎকার করে। শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পরিবারকে খবর দেয়।
কাপাসিয়া থানার এসআই মোসলেম উদ্দিন জানান, গ্রেপ্তার নসিমন চালক জয় চন্দ্র দাসকে বৃহস্পতিবার বিকালে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মশদগাঁও এক বাড়ি থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার লিয়াকত হোসেন খান (৩৭) উপজেলার দক্ষিণ মশদগাঁও গ্রামের আ. ছাত্তার খানের ছেলে।
জানা যায়, গত বুধবার মধ্যরাতে পুলিশ দক্ষিণ মশদগাঁও গ্রামে অভিযান চালিয়ে লিয়াকত হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তার বাড়ির বারান্দা থেকে ৯ বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ছত্রিশ হাজার টাকা। এ ব্যাপারে লৌহজং থানায় মামলা হয়েছে।