বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে ৫ হাজার প্যাকেট বিদেশি সিগারেট জব্দ

নাসিরনগরে ৪৯ বস্তা নকল সার উদ্ধার পরশুরামে অবৈধ ইটভাটা বন্ধ
স্বদেশ ডেস্ক
  ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রামে ৫ হাজার প্যাকেট বিদেশি সিগারেট জব্দ
চট্টগ্রামে ৫ হাজার প্যাকেট বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামে ৫ হাজার প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করেছে পুলিশ। এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৪৯ বস্তা নকল সার উদ্ধার ও বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা এবং ফেনীর পরশুরামে অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। আঞ্চলিক বু্যরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধির পাঠানো খবরে বিস্তারিত-

চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় অভিযান পরিচালনা করে ৫ হাজার প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে চালানটি জব্দ করা হয়। এ ঘটনায় রিপন বড়ুয়া (৩৬) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম রণজিত বড়ুয়া।

পুলিশ জানিয়েছে, সিগারেটগুলো অবৈধ প্রক্রিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। আটক রণজিত সিগারেটের চালানটি নিয়ে বান্দরবান থেকে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। একটি যাত্রীবাহী বাসযোগে তিনি শাহ আমানত সেতু এলাকায় পৌঁছে গাড়ি থেকে নেমে যান। এরপর রিয়াজউদ্দিন বাজারে যাওয়ার পথে বাকলিয়া থানা পুলিশের একটি টিম তাকে সিগারেটসহ আটক করে। বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, অবৈধ সিগারেটসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৯ বস্তা অবৈধ ও নকল সার উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধ নকল সার রাখার দায়ে বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

গত বুধবার বিকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রবিউস সারোয়ার উপজেলা সদরের দাঁতমন্ডল গ্রামের মেসার্স কাদরিয়া ট্রেডার্স নামক একটি সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে ৪৯ বস্তা নকল ডিএপি ও টিএসপি সার উদ্ধার করেন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স কাদরিয়া ট্রেডার্সের ডিলার আল-কাউসারকে উপস্থিত না পেয়ে নকল সার মজুদ ও বিক্রি করার দায়ে দোকানের সার ও কীটনাশক বিক্রেতা কাননকে (৩২) ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে নকল সার মাটিতে গর্ত করে পানি মিশিয়ে বিনষ্ট করা হয়। অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস, ইউপি সদস্য আক্কল আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরশুরাম (ফেনী) প্রতিনিধি জানান, ফেনীর পরশুরাম উপজেলায় চিথলিয়া ইউনিয়নে 'চিথলিয়া ব্রিকস' নামে একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক শওকত আরা কলি, পরিদর্শক শাওন শওকত, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে বুধবার পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ইট প্রস্তুুত করায় চিথলিয়া ব্রিকস ইটভাটায় ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভিয়ে ইট প্রস্তুত বন্ধ করে দেওয়া হয়। এর পর বিদু্যৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস, পলস্নী বিদু্যৎ সমিতি সহযোগিতা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে