পটুয়াখালীতে প্রবাসী
কর্মীদের পুনর্বাসনে রেইস প্রকল্পের সেমিনার
ম পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে ুজবপড়াবৎু ধহফ অফাধহপবসবহঃ ড়ভ ওহভড়ৎসধষ ঝবপঃড়ৎ ঊসঢ়ষড়ুসবহঃ (জঅওঝঊ) - জবরহঃবমৎধঃরড়হ ড়ভ জবঃঁৎহরহম গরমৎধহঃংচ্ শীর্ষক প্রকল্পের আওতায় অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসন ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রবাসী কর্মীদের পুনর্বাসন ও কর্মসংস্থানে রেইস প্রকল্পের গুরুত্ব তুলে ধরা হয়।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপসচিব ইমরান আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, ওয়েজ আর্নার্স বোর্ডের সহকারী পরিচালক আতিকুল ইসলাম, পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা অনিমেষ কান্তি হালদার, জেলা মহিলা অধিদপ্তরে উপপরিচালক শিরিন সুলতানা, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ প্রমুখ।
প্রকল্পটি ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। এর লক্ষ্য প্রবাস থেকে ফিরে আসা কর্মীদের পুনর্বাসন ও অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার বিষয়ে কাজ করে।