ভালো কাজের স্বীকৃতিস্বরূপ খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মো. শেহাবুর রহমান শেহাব। বৃহস্পতিবার খুলনা বিভাগের রেঞ্জ ডিআইজির আয়োজনে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানের উপস্থিতিতে খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হকের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওসি শেহাবুর রহমান শেহাব। গত বছরের ডিসেম্বর মাস ক্লুলেস ডাকাতি মামলা উদঘাটন ও মালামাল উদ্ধার, অপরাধ প্রবণতা রোধ, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারসহ ভালো কাজের স্বীকৃতির জন্য তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।