নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের লক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। নেত্রকোনা-৩, আটপাড়া-কেন্দুয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যার্শী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসানের উদ্যোগে বৃহস্পতিবার এ লিফলেট বিতরণ হয়।
জানা গেছে, উপজেলার রামপুর বাজারসহ আশপাশ কয়েকটি ইউনিয়নে বৃহস্পতিবার ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধিকল্পে লিফলেট বিতরণ উদ্বোধন করেন কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রোটারিয়ান নাজমুল হাসান। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।