শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে এলো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্র। তাদের উদ্যোগে শুক্রবার সকালে রাজশাহী আইইবি প্রাঙ্গণে চার শতাধিক দরিদ্র ও অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইবির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু। তিনি বলেন, 'ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পেশাজীবীদের জন্য কাজ করার পাশাপাশি হতদরিদ্র ও অসহায় মানুষের জন্যও কাজ করে। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমাদের কার্যক্রম শেষ হবে না। ভবিষ্যতে দরিদ্র মানুষের সন্তানদের লেখাপড়ায় সহায়তা প্রদানে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।'
আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইইবির সাধারণ সম্পাদক ড. অধ্যাপক প্রকৌশলী সাব্বির মোস্তফা খান। উপস্'িত ছিলেন আইইবি রাজশাহী সেন্টারের ভাইস চেয়ারম্যান (অ্যাডমিন) প্রকৌশলী মো. মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান (একাডেমিক) প্রকৌশলী আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রফেসর রবিউল ইসলাম সরকার, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) রাজশাহীর সাধারণ সম্পাদক প্রকৌশলী শিহাবুল ইসলাম প্রমুখ।