বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ৯ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  ২৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ৯ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৯ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত বাড়ার সঙ্গে কুয়াশাও বাড়তে থাকে। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখেন বিআইডবিস্নউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডবিস্নউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এ কারণে নৌ দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সাড়ে ১০টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাট পাড়ে আটকে যাওয়া যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। বর্তমানে এ পথে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে বলে তিনি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে