শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

গাজীপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ সেমিনার

গাজীপুর মহানগর প্রতিনিধি
  ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
গাজীপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ সেমিনার
গাজীপুরে অবহিতকরণ সেমিনারে উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড.এ.টি.এম মাহবুব-উল করিম -যাযাদি

'প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি' এ স্স্নোগানকে সামনে রেখে গাজীপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং জঅওঝঊ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক নাফিসা আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং প্রকল্প পরিচালক ড.এ.টি.এম মাহবুব-উল করিম।

এ সময় প্রধান অতিথি বক্তব্য বলেন, প্রবাস ফেরত ও প্রতারণা শিকার যারা হয়েছেন, তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

এ সময় সিভিল সার্জন ডা: মাহামুদা আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন, প্রকল্পের ঢাকা উত্তরের সহকারী পরিচালক আনিসুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুবিধাভোগীরা এতে অংশ নেন।

২০১৫ সালের পর থেকে যারা বিভিন্ন কারণে বিদেশ থেকে ফেরত এসেছেন তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা দিয়ে আসছে রিকভারী এন্ড এডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপস্নয়মেন্ট (জঅওঝঊ)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে