বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

জাতি গঠনে ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে :শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০
জাতি গঠনে ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে :শামা ওবায়েদ
ফরিদপুরের সালথায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ -যাযাদি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, জাতি গঠনে ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। একটি শিক্ষিত সমাজ, একটি শিক্ষিত জাতি, একটি শিক্ষিত দেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা প্রতিষ্ঠানে কেউ রাজনীতি ঢোকাবেন না।

বুধবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার নারানদিয়া জয়নদ্দিন মাতুব্বর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে আমাদের যারা আত্মাহুতি দিয়েছে, তাদের স্মরণ রেখেই বলছি, আগামী দিনে বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বেই একটি শিক্ষিত, উন্নয়নশীল এবং কর্মঠ বাংলাদেশ আমরা উপহার দিতে পারব।

নারানদিয়ার পীরজাদা নুরুল ইসলাম বাবুর সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, ফরিদপুর জেলা স্কুলের শিক্ষক জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে