বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মাদকসহ চার জেলায় গ্রেপ্তার ৭

স্বদেশ ডেস্ক
  ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০
মাদকসহ চার জেলায় গ্রেপ্তার ৭
মাদকসহ চার জেলায় গ্রেপ্তার ৭

নানা অপরাধে মাদকদ্রব্যসহ চার জেলায় সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মেধ্য রংপুরর্ যাবর হাতে ইয়াবাসহ দুইজন, কুমিলস্নার চৌদ্দগ্রামে অস্ত্র মামলাসহ ১০ মামলার একজন আসামি, হবিগঞ্জের মাধবপুরে ৬০ কেজি ভারতীয় গাঁজাসহ একজন ও ফরিদপুরের ভাঙ্গায় ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার হন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

রংপুর প্রতিনিধি জানান, রংপুরের্ যাবের হাতে পরিমাণ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রংপুরর্ যাব-১৩ অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুলস্নাহ নাঈম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সসংবাদের ভিত্তিতের্ যাব সদস্যরা লামনিরহাটের খুনিয়াগাছ ইউপির মিলনবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৯৮১ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক দুলালি এলাকার সাইফুল ইাসলাম নান্নু (৪৯) ও সামির উদ্দিন (৫১)। পরে তাদের লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।

চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার চৌদ্দগ্রামে অস্ত্র, ডাকাতি, মাদকসহ অন্তত ১০টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুমন ওরফে গাবলা সুমনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্পের অভিযানে সুমনের নিজ এলাকা উপজেলার আলকরা ইউনিয়নের কাইচ্ছুটি এলাকা থেকে তাবেক গ্রেপ্তার করা হয়। পরে তাকে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে। সুমন ইউনিয়নের দক্ষিণ কাইচ্ছুটি গ্রামের আবুল হাশেমের ছেলে।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন জানান, বুধবার গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৬০ কেজি ভারতীয় গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাত জুয়েলকে গ্রেপ্তার করেছে। বুধবার সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের শওকত আলীর আমবাগান থেকে জুয়েলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় জুয়েলের দখলে থাকা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জুয়েল ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আউস মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নন্দনকান্তি ধর জানান, তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা টোল পস্নাজা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী বাঙ্গালকান্দা গ্রামের সোহেল শেখ (২৮), জুলহাস মুন্সি (২০) ও রমজান মুন্সী (২২)।

ভাঙ্গা থানার ওসি মোকছেদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে কার্টুনে মোড়ানো ৯ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মঙ্গলবার রাতে ভাঙ্গা থানায় একটি মামলা করে। তাদের বুধবার ফরিদপুর আদালতে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে