বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ নিখোঁজ ১১ জেলে

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ নিখোঁজ ১১ জেলে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাংলাবাজার ঘাট থেকে ১১ মাঝিমালস্না নিয়ে এফ বি আরিফ নামের একটি ফিশিং ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে গত ১ মাস ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। এরই মাঝে ট্রলারটি খুঁজতে বাঁশখালী উপকূল থেকে কয়েকবার ট্রলার পাঠানো হলেও কোনো খোঁজ পাওয়া যায়নি। সন্ধান চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন দিকে ধরনা দিয়ে মিলছে না ফল। এতে কান্না আর উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।

জানা যায়, গত ডিসেম্বর মাসের ২৭ তারিখ দুপুর ২টার দিকে উপজেলার চাম্বল বাংলাবাজার ঘাট থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্য রওনা দেয় গন্ডামারা ইউনিয়নের নেজাম উদ্দিন চৌধুরীর মালিকানাধীন এফবি আরিফ নামে একটি ফিশিং ট্রলার। এতে ট্রলারটি এক সপ্তাহ পর বঙ্গোপসাগর থেকে ফিরে আসার কথা থাকলেও গত ১ মাস ৬দিন পরেও ফিরে আসেনি। নিখোঁজ রয়েছেন ট্রলারে থাকা ১১ মাঝি মালস্নাও।

ট্রলারটির মালিক নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'গত মাসের ২৭ তারিখ দুপুরে ট্রলারটি বাংলাবাজার ঘাট থেকে সপ্তাহ-১২ দিনের খাবার নিয়ে সাগরে মাছ ধরার উদ্দেশে রওনা দেয়। এক সপ্তাহ পর ফিরে আসার কথা থাকলেও ট্রলারটি আর ফিরে আসেনি। বহু চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এরই মাঝে ট্রলারটি খুঁজতে উপকূল থেকে ট্রলার পাঠানো হলেও কোনো খোঁজ পাওয়া যায়নি। ট্রলারে থাকা বাঁশখালী ও আনোয়ারার ১১ জন মাঝিমালস্না নিখোঁজ রয়েছেন। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি এবং বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করেছি।'

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, 'এ বিষয়ে থানায় একটি নিখোঁজ জিডি করেছে ট্রলার মালিক। বিষয়টি নৌপুলিশকে অবহিত করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে