বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

রাজিবপুর ঘাটে যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌ-ডাকাতি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০
রাজিবপুর ঘাটে যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌ-ডাকাতি

কুড়িগ্রামে চিলমারীতে ব্রহ্মপুত্র নদে চিলমারী-রাজিবপুর নৌপথে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার বেলা ২টার দিকে রাজিবপুর নৌপথের চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশালের যুগ্নি ধোয়া চার থানার মোহনা এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী নৌকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

চিলমারী নদীবন্দরের নৌ ঘাট মাস্টার সিদ্দিকুল ইসলাম নৌ ডাকাতির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও নৌ ঘাট কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টা ১০ মিনিটে নৌ মাঝি বদিউজ্জামানের নৌকাটি যাত্রী নিয়ে চিলমারী থেকে রাজিবপুরের উদ্দেশে ছেড়ে যায়। নৌকাটি চিলমারী-রাজিবপুর নৌপথের চিলমারী ইউনিয়নের কড়াইবরিশালের যুগ্নি ধোয়া চার থানার মোহনা এলাকায় পৌঁছালে ডাকাতির কবলে পড়ে। এ সময় ১১ জনের মুখোশধারী একটি ডাকাতের দল যাত্রীবাহী নৌকার গতিরোধ করে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে টাকাপয়সা ও মোবাইল কেড়ে নেয়। ডাকাতি শেষে ইঞ্জিন চালু করার হ্যান্ডেল ও তেলের ট্যাঙ্ক খুলে নিয়ে ডাকাত দল সুন্দরগঞ্জের দিকে চলে গেলে ডাকাতির কবলে পড়া নৌকাটি যাত্রীসহ চরে আটকা পড়ে।

খবর পেয়ে চিলমারী নৌ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে।

চিলমারী নৌ থানার উপ-পরিদর্শক সেলিম সরকার বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাত চক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে নৌপথ নিরাপদ রাখতে টহল জোরদার করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে