বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মোহনগঞ্জে হয়রানির শিকার নিরাপদ পানির শতাধিক গ্রাহক

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০
মোহনগঞ্জে হয়রানির শিকার নিরাপদ পানির শতাধিক গ্রাহক

নেত্রকোনার মোহনগঞ্জে পলস্নী এলাকায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায়, টিউবওয়েল নিতে প্রায় শতাধিক গ্রাহক দীর্ঘদিন ধরে হয়রানির স্বীকার হয়ে আসছেন। প্রত্যেকেই ৭ হাজার করে টাকা জমা দিয়েছেন। কিন্তু টিউবওয়েল পাচ্ছেন না। এখন পাচ্ছেন না জমার টাকাও। কোনও সদুত্তর দিতে পারছে না উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর।

উপজেলার পালগাঁও এলাকার হাবিবুর রহমান জানান, তিনি এ প্রকল্পের একটি টিউবওয়েলের জন্য ৭ হাজার টাকা দুই বছর আগে জমা দিয়েছেন। এখন টিউবওয়েল পাননি। টাকাও পাচ্ছেন না। বারবার যোগাযোগ করেও কোন সুরাহা পাননি।

বুধবার মোহনগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের ম্যাকানিক সুমি আক্তার জানান, ২০২২-২৩ অর্থ বছরের পলস্নী এলাকায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ৭শ' থেকে ৮শ' ফুট গভীর হ্যান্ড টিউবওয়েল নিতে উপজেলার সাত ইউনিয়নের ১২০ জন মনোনীত হন। প্রত্যেকে ৭ হাজার টাকা করে জমা দিয়েছেন। কিন্তু প্রকল্পের কাজ ঝুলে থাকায় চরম হয়রানির স্বীকার হচ্ছেন গ্রাহক। বারবার অফিসে এসে কোনো সুরাহা না পেয়ে হতাশ তারা।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাকিল সারোয়ার জানান, পলস্নী এলাকায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ১২০টি গভীর হ্যান্ড টিউবওয়েল স্থাপনের কাজ শুরু করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আনোয়ারুল হক, আটপাড়া। ২০২২-২৩ অর্থ বছরে ২৭ টি টিউবওয়েল স্থাপনের পর ২৩ টিতে পানি উঠে বাকী টিউবওয়েল পানি উঠে না। যেগুলো পানি উঠে সেগুলোও চৈত্র মাসে পানি উঠা বন্ধ থাকে।

তাই এই প্রকল্পের কাজ রিভার্স করে দেড় ইঞ্চি পাইপ পরিবর্তন করে চার ইঞ্চি পাইপের সাবমার্সেবল করে দেওয়ার জন্য জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরে সুপারিশ করে ফাইল পাঠানো হয়েছে।

কিন্তু জেলা থেকে কোন সুরাহা না আসায় কোনো সিদ্ধান্ত দেয়া যাচ্ছে না। এতে ভোগান্তিতে পড়ছে মোহনগঞ্জ উপজেলার পলস্নী এলাকায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের টিউবওয়েল গ্রহীতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে