বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
বিনা চাষে সরিষা আবাদ

রিলে পদ্ধতিতে নতুন সম্ভাবনা আগামীতে বাড়বে উৎপাদন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০
রিলে পদ্ধতিতে নতুন সম্ভাবনা আগামীতে বাড়বে উৎপাদন

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের বাঙ্গালহাওলা গ্রামে ২ হেক্টর পতিত জমিতে বিনা চাষে রিলে পদ্ধতিতে সরিষা আবাদসহ মোট ৩ হেক্টর পতিত জমিতে রিলে চাষের মধ্য দিয়ে এ উপজেলায় রিলে পদ্ধতিতে সরিষা চাষে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। কৃষকদের আগ্রহের কারণে এ উপজেলায় আগামীতে বিনা চাষে রিলে পদ্ধতিতে সরিষা চাষ আরও বাড়বে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌর এলাকার বাঙ্গালহাওলা গ্রামের কৃষকরা ওই গ্রামের ২ হেক্টর রোপা আমন ধান জমিতে থাকা অবস্থায় বিনা চাষে রিলে পদ্ধতিতে জমিতে বীজ বপনের মাধ্যমে সরিষার আবাদ শুরু করেন। এ পদ্ধতিতে একটি ফসল জমিতে থাকাকালীন বিনা চাষে অন্য একটি ফসল রোপণ করা হয় বলে অর্থ ব্যয় ও পরিশ্রম অনেক কম হয়। আর এ পদ্ধতিতে যে ফসল গুলো সবচেয়ে বেশি আবাদ হয় তার মধ্যে অন্যতম হল ধানের সাথে সরিষা চাষ। কৃষকরা সাধারণত বছরে দুই ফসলের জমি তিন ফসল চাষ করার অন্যতম উপায় এ রিলে পদ্ধতি।

রিলে পদ্ধতি নিয়ে কথা হয় কালীগঞ্জ পৌরসভার বাঙ্গালহাওলা গ্রামের কৃষক পঞ্চাশোর্ধ কৃষক মো. ফারুক, চলিশোর্ধ কৃষাণী পুষ্পরাণী ও কৃষক আব্দুল মান্নান, বিশোর্ধ কৃষানী পূর্ণিমা রাণী দাসের সঙ্গে। তারা জানান, আগে জমি খালি পড়ে থাকতো। এখন কৃষি অফিসের পরামর্শে ও সহযোগিতায় চাষ ছাড়াই রিলে পদ্ধতিতে সরিষা বুনেছেন। এতে বাড়তি সারেরও প্রয়োজন হয় না।

কালীগঞ্জ পৌরসভা বস্নকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছরোয়ার জাহান হিরো বলেন, রিলে ফসল সম্পর্কে কৃষকদের অবগত করা হয়। তারা খুব সহজে এই প্রস্তাবটা গ্রহণ করেন। তাই দ্রম্নতই আমন মৌসুমে ধান আবাদের পরে যখন জমি পতিত থাকে তখন আমরা কৃষকদের রিলে পদ্ধতিতে সরিষা চাষে উদ্বুদ্ধ করেছি। তারা সঠিক সময়ে রিলে পদ্ধতি গ্রহণ করায় তাদের খরচ অনেক কম হয়েছে। তাছাড়া আবহাওয়া অনুকূলে থাকায় ভালো আবাদও নিশ্চিত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম বলেন, রোপা আমন ধান কাটার ১০ থেকে ১৫ দিন আগে সাধারণত যে জমিতে জো আসে না বা পানি থাকে না কিন্তু জমি কাঁদাভাব থাকে সে সব জমিতে সরিষা ছিটিয়ে রোপণ করা হয়। এটাকেই মূলত রিলে পদ্ধতি বলে। এ পদ্ধতিতে এ বিঘা জমির জন্য এক কেজি সরিষা বীজের প্রয়োজন হয়। এভাবে সঠিক সময়ে সরিষা চাষ করলে আবার বোরো ধানটাও যথা সময়ে আবাদ করা যায়। রিলে পদ্ধতিতে চাষের মাধ্যমে কৃষকরা অতিরিক্ত খরচ ছাড়াই এখন বছরে দুইটা ফসলের পরিবর্তে তিনটা ফসল পাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে