শিক্ষকদের কর্মশালা
ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের আইকিউএসি'র উ্যদোগে দিনব্যাপী শিক্ষকদের 'শিক্ষাদান-শিখন ও মূল্যায়ন : পদ্ধতি ও কৌশল' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার হলে অনুষ্ঠিত কমশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আনোয়ারুল আজীম আখন্দ। আইকিউএসির পরিচালক অধ্যাপক ডক্টর মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মুহাম্মদ উমর ফারুক। রিসোর্স পার্সন ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর সঞ্জয় কুমার অধিকারী।
আইনশৃঙ্খলা সভা
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও কামাল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, আত্রাই থানার ওসি মো. শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু,
ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, নাজিমুদ্দিন, আফজাল হোসেন প্রমুখ।
এডহক কমিটি
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে পৌরসভা বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়াকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে। গত মঙ্গলবার বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপস্নব গাঙ্গুলী সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। কমিঠিতে পদাধিকারবলে প্রধান শিক্ষক সচস্য সচিব, শহিদুল কায়সার অভিভাবক সদস্য ও এনামুল হককে শিক্ষক প্রতিনিধি করা হয়েছে। এডহক কমিটিকে ৬ মাসের জন্য অনুমোদন করা হয়।
ক্যাপিং অনুষ্ঠান
ম বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ টিএমএসএস ফাতেমাতুজ জোহরা (রা.) হাসপাতালে ২০২৩-২৪ইং ৪র্থ ব্যাচ ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার করিমপুর টিএমএসএস টিএমএসএস ফাতেমাতুজ জোহরা (রা.) হাসপাতাল চত্বরে করিমপুর টিএমএসএস নার্সিং ইনস্টিটিউট (টিএনআই) এর আয়োজনে এ অনুষ্ঠান হয়। করিমপুর টিএমএসএস নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ খালেদা আকতার কল্পনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খানসামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসপাতালের টিএফজেডএইচ ডা. নজমুল ইসলাম।
ভূমিসেবা সেমিনার
ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব উৎযাপন উপলক্ষে ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও প্রীতম সাহা। উপজেলা ভূমি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী সাব-রেজিস্টার নাইমা ইসলাম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান।
পিঠা উৎসব
ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারী পৌরসভাধীন আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। ইউএনও এবিএম মশিউজ্জামান বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন। বিদ্যালয়ের আয়োজনে তৃতীয়বারের মত এ উৎসবে নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হন। ১৬টি স্টলে শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি বিভিন্ন ধরণের পিঠা নিয়ে অংশগ্রহণ করেন উৎসবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠান শেষে ইউএনওসহ অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতি.) ড. সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য অধ্যক্ষ মো. ইউনুছ, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।
কার্যালয় উদ্বোধন
ম হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার লেছড়াগঞ্জ বাজারের এপোলো ডেন্টাল কেয়ারের দ্বিতীয় তলায় বিএনপ্থির উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধার সভাপতিত্বে জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন মুঞ্জুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি আব্দুল বাতেন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শফিক বিশ্বাস, উপজেলা সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি ওবায়দুর রহমান বাবুল প্রমুখ।
স্কুলব্যাগ বিতরণ
ম স্টাফ রিপোর্টার, নীলফামারী
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের আয়োজনে কমলমতি শিশু শিক্ষার্থীদের স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার সদর উপজেলার চারটি ইউনিয়নে স্কুলব্যাগ বিতরণ করা হয়।
সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের রুপেশ্বরী শিখন শিকড় কেন্দ্র প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মেশকাত জাহান। উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার ডেভিড বাক্সে, শিখন শিকড় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি সতিষ চন্দ্র রায়সহ শিশু শিক্ষার্থীদের অভিভাবকরা।
কাবাডি অনুষ্ঠিত
ম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে তারুন্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে গ্রামবাংলার ঐতিহ্য কাবাডি ফাইনাল খেলা মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন উপজেলা চত্বরে এ খেলা হয়। কালিয়াকৈর উপজেলা পরিষদ ও কালিয়াকৈর পৌর সভার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের পক্ষে ফুলবাড়িয়া আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের খেলোয়ার ও কালিয়াকৈর পৌর সভার পক্ষে ভাষা শহীদ আব্দুল জাব্বার ও আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজের ছাত্ররা অংশ গ্রহন করেন। কালিয়াকৈর পৌরসভা দল বিজয়ী হয়। ইউএনও কাউছার আহাম্মদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার দেন।
সম্মাননা প্রদান
ম কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে দৈনিক সংগ্রাম পত্রিকার সুবর্ণজয়ন্তী এবং ৫১ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশিষ্টজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার কুমারখালী সংবাদদাতা মাহমুদ শরীফের আয়োজনে স্থানীয় আল ফালাহ এতিমখানা মিলনায়তনে অ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন, কুমারখালী পৌর বিএনপির আহ্বায়ক মনোয়ার হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী খাইরুল ইসলাম রবিন প্রমুখ।
ট্যালেন্টপুলে বৃত্তি
ম হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর মডেল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় এ বছর ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিক পুত্র সত্যজিৎ বিশ্বাস। গত সোমবার সকালে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ১৩টি স্কুলের ৪৭৬ জন পরীক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। সত্যজিৎ বিশ্বাস হোসেনপুর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সঞ্জীত চন্দ্র শীল ও হোসেনপুর প্রাণী সম্পদ অধিদপ্তর এলএসপি কর্মকর্তা সীমা সরকারের দম্পতির একমাত্র ছেলে।
ফাউন্ডেশন উদ্বোধন
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে। বুধবার উদ্বোধনের পর ফাউন্ডেশন থেকে অসহায়দের মধ্যে ২৬১ জনের মধ্যে নগদ অর্থ, ৮টি ব্যাটারিচালিত রিকশা, ২টি বসত ঘর, ৪টি হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাকির হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নীলা ডাইং এমডি শফি উদ্দিন প্রমুখ।
পিঠা উৎসব
ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
বুধবার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার অন্যতম বিদ্যাপীঠ রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে থেকে ১৬টি স্টলে পিঠাপুলির উৎসবে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীদের নিয়ে এক মিলনমেলায় পরিণত হয়। উৎসব সফল করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউলস্নাহ আতা, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, সহাকারী শিক্ষক নাইমুল ইসলাম প্রমুখ।
ওপেন হাউজ ডে
ম মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষে মোহনগঞ্জ থানা প্রাঙ্গণে অপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অতিরিক্ত পুলিশ সুপার বারহাট্টা সার্কেল সুমন কুমার দাসের সভাপতিত্বে ওসি আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, জামায়াতের উপজেলা আমির মোফাজ্জল হোসেন সবুজ প্রমুখ।
প্রকল্প উদ্বোধন
ম তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
তাহিরপুরে ওয়াল্ডভিশনের বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর দুর্যোগ ঝুঁকি হ্রাস ক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার তাহিরপুর উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে উদ্বোধন করেন ইউএনও আবুল হাসেম। এর পূর্বে ওয়াল্ডভিশন জুনিয়র ফিল্ড অফিসার ক্লিওপা কথার সঞ্চালনায় বক্তব্য রাখেন ওয়াল্ড ভিশন (সিলেট) সিনিয়র ম্যানেজার কাজল দ্রং, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, ওয়াল্ডভিশন ডিআরআর প্রকল্প ম্যানেজার জাফর আলম প্রমুখ।
ত্রৈবার্ষিক সম্মেলন
ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার তিতাসে উপজেলা স্কাউটের ত্রৈবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি উপজেলা মিলনায়তনে উক্ত সম্মেলনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য ২৭ সদস্য বিশিষ্ট উপজেলা স্কাউট কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২৮ জন কাউন্সিলার উপস্থিত ছিলেন। প্রাথমিক শাখা থেকে ১১জন এবং মাধ্যমিক শাখা থেকে ৭জন, মাদ্রাসা শাখা থেকে ৩জন এবং কলেজ শাখা থেকে ২জন কমিটিতে স্থান পেয়েছে। প্রশাসনের ৪জন কর্মকর্তা পদাধিকার বলে কমিটিতে অন্তর্ভূক্ত হয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠান
ম উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড-মোড়াকাঠী (এইচ.এম) ইনস্টিটিউশনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ৭৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বরিশাল জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু। মঙ্গলবার অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি এ.এস.এম তারিক বিন হক সবুজ মোলস্নার সভাপতিত্বে ও বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন যগস্নুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন আগরপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, উজিরপুর পৌর বিএনপির আহবায়ক দুল ইসলাম খান, উপজেলা সদস্য সচিব হুমায়ুন খান প্রমুখ।
কর্মশালা অনুষ্ঠিত
ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খানের সভাপতিতে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরে আলম মজুমদার, অধ্যাপক হান্নান, উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসেম সিকদার জিসান প্রমুখ।
সমন্বয় সভা
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও আরিফ আদনান। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা ও বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিখল্পনা কর্মকর্তা ডা: নাজির আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘোড়দৌড় প্রতিযোগিতা
ম নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে ৬৪নং কান্ডপাশা গোহালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন বুদুমবাড়ি মাঠে ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে হয়ে গেল ঐতিহ্যের এক ঘোড়দৌড় প্রতিযোগিতা। নলছিটি ইউএনও নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। উপস্থিত ছিলেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম। বিলপাড়ার আমন ধান কাটার পর ফাঁকা মাঠে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল নেমেছিল। প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড়ার মালিকের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও অন্যান্য অতিথি।
প্রতিযোগিতা অনুষ্ঠিত
ম মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
সরকারী মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এস.জে.) মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ত্রম্নীড়া প্রতিযোগিতা -২০২৫ অদ্য বিদ্যালয়ের আয়োজনে বুধবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন প্রকার ইভেন্টের উপর ছাত্রছাত্রীরা প্রতিযোগিতয় অংশ নেয়। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সরকারী মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি তাসনিম আক্তার প্রতিযোগিতায় বিজয় অর্জনকারী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন। সরকারী মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষক সুকদেব পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেন মোলস্না ও মুকসুদপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ছিরু মিয়া। এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, মুকসুদপুর রির্পোটাস ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম প্রমুখ।