ঢাকার সাভার উপজেলায় এক পরিবহন ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় আমিন বাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রম্নতার জেরে তার ওপর এ হামলা হয়েছে।
আহত ব্যক্তির নাম মো. মোর্শেদ (৪৮)। তিনি নোয়াখালীর বাসিন্দা হলেও পরিবহন ব্যবসার সুবাদে রাজধানীর রায়েরবাগ এলাকায় বসবাস করেন। আহত অবস্থায় তাকে রাজধানীর জাতীয় হৃদ্?রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১১ ও ১৩ নভেম্বর মোর্শেদের দুটি বাস চুরি যায়। এ ঘটনায় রাজধানীর দারুস সালাম থানায় একটি মামলা করা হয়েছিল। ওই মামলায় একজনকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে চুরির একটি বাস উদ্ধার করে পুলিশ। এর পর থেকেই বিভিন্ন সময় মোর্শেদকে হুমকি দেওয়া হচ্ছিল। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি সাভারের সালেহপুর এলাকা থেকে মোটরসাইকেলে রাজধানীতে ফেরার পথে অজ্ঞাতপরিচয়ের কয়েকজন তার পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
আমিন বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফয়সাল আলম বলেন, মোর্শেদ সালেহপুর এলাকার একটি গ্যারেজে তাঁর বাস মেরামতের কাজ দেখতে এসেছিলেন। ফেরার পথে পথ রোধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। এ সময় তার সঙ্গে আরেকজন ছিলেন। ঘটনার সময় দৌড়ে সরে যান তিনি। আহত মোর্শেদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।