মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

গাজীপুরে নিখোঁজের দুইদিন পর গজারি বনে মিললো অটোচালকের লাশ

গাজীপুর ও শ্রীপুর প্রতিনিধি
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
গাজীপুরে নিখোঁজের দুইদিন পর গজারি বনে মিললো অটোচালকের লাশ

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের দুইদিন পর গভীর গজারি বন থেকে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর গজারি বনে মরদেহ পাওয়ার খবর ঘটনা ঘটনাস্থলে যায়।

পরে থানায় দায়ের করা জিডিমুলে নিখোঁজের পরিবারকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করে।

অটোচালক ফালান (২৬) ময়মনসিংহ জেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের চারবাড়িয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। ফালান শ্রীপুরের চন্নাপাড়া গ্রামের মক্কামদিনা এলাকায় বাদল মিয়ার ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

চাচাতো ভাই মোজাম্মেল হোসেন জানান, প্রতিদিনের মতো গত রোববার সকালে অটোরিকশা নিয়ে ভাড়া বাড়ি থেকে বের হয় ফালান। দিনশেষে ফালান বাড়িতে না ফেরায় সোমবার সন্ধ্যায় সাধারণ ডায়েরি করেন ফালানের স্ত্রী রিনা আক্তার।

মঙ্গলবার দুপুরে শ্রীপুর থানা পুলিশ মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের গভীর গজারি বনে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে থানায় দায়ের করা সাধারণ ডায়েরী মূলে ফালানের স্বজনদের খবর দেয়। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের ডান চোয়ালে গভীর ক্ষত আছে, বাম চোয়ালেও ফুলা জখম আছে। গলা ও পিঠেও আঘাতের চিহ্ন আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে