মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সংবাদ সংক্ষেপ

শিক্ষার্থীর আত্মহত্যা

ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় কীটনাশক খেয়ে হাফেজ মোহাম্মদ ফোরকান (১৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১১ ফেব্রম্নয়ারী) ভোর ৪ টায় ওই শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজন শিক্ষার্থীর লাশ নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে রাতে দাফন করা হয়। নিহত ফোরকান বাঁশখালী উপজেলার সরল গ্রামের বদিউল আলমের ছেলে। সে আনোয়ারা আরাবিয়া খাইরিয়া মাদ্রাসার শটকোর্সে মুতাকাফারা বিভাগের শিক্ষার্থী। গত ৩ ফেব্রম্নয়ারী ওই শিক্ষার্থী বিষপান করে বলে জানা গেছে। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর চাচা মুন্সি আলম বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করলে পুলিশ মাওলানা রফিকুল ইসলাম (৩২) নামের এক শিক্ষককে আটক করেন।

নতুন কমিটি গঠিত

ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহাসিক ছত্তারহাট ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন 'কে,বি,এ, ছত্তারহাট ব্যবসায়ী কমিটিচ্ র পূর্ণাঙ্গ নতুন কার্যকরী কমিটি গত ১০ ফেব্রম্নয়ারী - ২৫ ইং, সোমবার রাতে ঘোষণা করা হয়েছে। ছত্তারহাট বাজারের স্বনামধন্য বার আউলিয়া হোটেলের হল রুমে ব্যবসায়ীদের উপস্থিতিতে (২০২৫-২৬) দুই বছর মেয়াদি কমিটি ঘোষণা করেন সাবেক পাঁচবারের সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক ও নতুন কমিটির সিনিয়র সহ- সভাপতি, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আবু বক্কর সওদাগর। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন প্রবীণ শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাস্টার আশরাফ আলী।

রাজস্থলীতে কর্মশালা

ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার কাপ্তাই তথ্য অধিদপ্তরের উদ্যোগে শিশু, কিশোরুকিশোরী ও নারী উন্নয়নে সচেতনা মূলক প্রচার কার্যক্রম বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রম্নয়ারী সকাল ১১টায় কাপ্তাই তথ্য কার্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মশালাটি করা হয়েছে, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে এ কর্মশালায় উপজেলার নোয়াঝিড়ি পাড়ায় অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন কাপ্তাই তথ্য কার্যালয়ের সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাংবাদিক আজগর আলী খান, আইযুব চৌধুরী, তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক উজ্বল কুমার তনচংগ্যা, নোয়া ঝিড়ি পাড়ার কার্বারী রাঙ্গাধন তনচংগ্যা সহবিভিন্ন ইউনিয়নের সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ম ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার অভিবাসন প্রবণ এলাকা, এ কারণে এ এলাকা পাচারের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। নিরাপদ অভিবাসন বিষয়ক এক ওরিয়েন্টেশনে আয়োজকরা গতকাল মঙ্গলবার বিকেলে এসব কথা বলেন।

\হঈদগাঁও ইউনিয়ন পরিষদের সহায়তায় স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এর আয়োজন করেছে উন্নয়ন সংস্থা প্রত্যাশীর 'শক্তিশালী এবং তথ্যবহুল অভিবাসন প্রক্রিয়া (সিমস)' (দ্বিতীয় পর্যায়) প্রকল্প।

কর্মসূচির উদ্বোধন করেন ঈদগাঁও ইউপির প্রশাসনিক কর্মকর্তা স্বরূপা পাল। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ কামাল হোছাইন। এতে আয়োজক সংস্থার উপজেলা সমন্বয়ক মোঃ আলী আজগর ও ইউনিয়ন সোশ্যাল মোবিলাইজার আঁখি পালসহ ইউনিয়ন পর্যায়ের স্থানীয় সরকার প্রতিনিধি, জিএমসি, মাইগ্রেশন ফোরাম, সুশীল সমাজ ও গণমাধ্যমের ২২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

যুবকের মৃতু্য

ম বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জে বৈদ্যতিক মটার দিয়ে বোরো ধানের ক্ষেতে পানি দেওয়ার সময় বিদু্যৎস্পৃষ্ট হয়ে রাসেল হাওলাদার (২২) নামের এক যুবকের মৃতু্য হয়েছে। মঙ্গলবার ( ১১ ফেব্রম্নয়ারি) দুপুর ৩টায় উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রাসেল ওই ইউনিয়নের মৃত মোঃ জাকির হোসেনের ছেলে।

নিহতের পরিবারসূত্র জানাযায়, মঙ্গলবার দুপুরে জমিতে পানি দিতে বাড়ি থেকে বিদু্যৎ সংযোগ নিয়ে সেচযন্ত্র চালাচ্ছিলেন রাসেল। ওই বিদু্যৎুসংযোগের তারে ছিদ্র ছিল। দুপুরে পানি দেওয়ার কাজ শেষে তারটি হাত দিয়ে খুলতে গেলে সেই ছিদ্রস্থানে তাঁর হাত লাগে। এতে বিদু্যৎস্পৃষ্ট হন তিনি। সে সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত রাসেলকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পিঠা উৎসব

ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় তারুন্যর পিঠা উৎসব অনুষ্ঠিত। বুধবার (১২ফেব্রয়ারী) সকাল ১১টায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন আয়োজিত দিনটি উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা, নানা রকম পিঠা প্রদর্শনীর জন্য ১৬টি ষ্টল বরাদ্দ দেওয়া হয় পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাবরিন আক্তার, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা স পরিসংখ্যান অফিসার মোঃ মনিরুজ্জামান খান প্রমুখ। সংগীত পরিবেশন করেন কন্ঠশিল্পী মীর আলেয়া পারভীন।

ক্রীড়া সপ্তাহ

ম কুবি প্রতিনিধি

কুমিলস্না বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছে ক্রীড়া সপ্তাহ। মঙ্গলবার হলের টিভি রুমে এ পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট জিয়া উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

সৌজন্য সাক্ষাৎ

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ রুরাল মেডিকেল প্রাকটিশনার (ওয়েলফেয়ার) সোসাইটি চট্টগ্রাম জেলার নব-নির্বাচিত সভাপতি ডা. মুনির উদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রুরাল মেডিকেল প্রাকটিশনার (ওয়েলফেয়ার) সোসাইটি বাঁশখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার রাতে সংগঠনের বাঁশখালী উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রুরাল মেডিকেল প্রাকটিশনার (ওয়েলফেয়ার) সোসাইটি বাঁশখালী উপজেলা শাখার সভাপতি ডা. আশেক এলাহী, কার্যকরী সভাপতি ডা. আমিনুল ইসলাম আমিন, সাধারণ সম্পাদক ডা. এস.এন রাসেল, কার্যকরী সদস্য ডা. জসিম উদ্দিন প্রমুখ।্থ

পথচারী নিহত

ম পাবনা প্রতিনিধি

পাবনার মধ্য শহরের দক্ষিণ রাঘবপুর তেল পাম্পের সামনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৫০) এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে। পাবনা সদর থানার পুলিশের উপ-পরিদর্শক জাকির উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তির নাম ঠিকানা পাওয়া যায়নি।

আড়াইহাজারে জরিমানা

ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মারুয়াদী এলাকার এ এম বি ব্রিক ফিল্ড" কে পরিবেশ ছাড়পত্র না থাকায় নগদ একলাখ টাকা জরিমানা করে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য হুশিয়ার করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভুমি) নইমুদ্দীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভাটার মালিক মাসুর রহমানের কাছ থেকে এ জরিমানা আদায় করেন এবং উক্ত হুশিয়ারী দেন।

যুবক নিহত

ম মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রম্নয়ারি) এ সকালের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম। এর আগে মঙ্গলবার (১১ফেব্রম্নয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে।

মতবিনিময় সভা

ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার আধুনিকায়ন, প্রযুক্তির ব্যবহার ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক ও আইসিটি শিক্ষকরা অংশ নেন। গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও ফজলুর রহমান উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলা উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. দিদারুল ইসলাম।

নেতা বহিষ্কার

ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে থানায় দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধোর করায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবিদ হাসানকে (জজ মিয়া) দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আবদুলস্নাহ আল-মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে শিবপুর মডেল থানা কমপেস্নক্সে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হওয়া জয়নগর ইউনিয়ন পরিষদ এর (ইউপি) চেয়ারম্যান ও আওমীলীগ নেতা নাদিম সরকারকে ছাড়াতে তদবির করার জন্য থানায় গিয়ে আবিদ হাসান হাজতখানার সামনে এই ঘটনা ঘটান।

ঘটনার পর আবিদকেও আটক করে হাজতখানায় রাখা হয়। পরে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী কনস্টেবল সবুজ মিয়া বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় তাকে কারাগারে পাঠান আদালত।

ডাবল মাস্টার্সে ভর্তির চেষ্টায় ছাত্রদলের আহ্বায়কের

ম হাবিপ্রবি প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রদলের আহবায়ক বার্নার্ড পলাশ জানুয়ারি-জুন/২০২৫ সেমিস্টারে ডাবল মাস্টার্সে ভর্তির জন্য অফিসে অফিসে ঘুরছেন বলে জানা যায়।

আরো জানা যায়, আহবায়ক বার্নার্ড পলাশ বিশ্ববিদ্যালয়ে ২০১১ শিক্ষাবর্ষে কৃষি অনুষদের শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালে কৃষি অনুষদের এগ্রিকালচার এক্সটেনশন বিভাগ থেকে তিনি মাস্টার্স সম্পন্ন করেন। জুলাই অভু্যত্থানের পর পস্ন্যান্ট প্যাথলজি বিভাগে জানুয়ারি-জুন/২০২৫ সেমিস্টারে আবার এমএস কোর্সে ভর্তির চেষ্টা করছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে এবং অভিযোগ করে ছাত্রদলের আহ্বায়ক বার্নার্ড পলাশ বলেন, আমি আমার ন্যায্য অধিকার চাচ্ছি। কিন্তু শিক্ষকরা আমাকে শুধু ঘুরাচ্ছেন। এ বিষয়ে পোস্ট গ্রাজুয়েট অনুষদের ডিন প্রফেসর ড. মামুনুর রশিদ বলেন, এই বিশ্ববিদ্যালয়ে ডাবল মাস্টার্সের কোনো সুযোগ নেই।

কেন্দুয়ায় প্রশিক্ষণ

ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি এবং ভোজ্যতেলের চাহিদা পূরণের লক্ষ্যে তিন (৩) দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণের ১ম দিন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১১ ফেব্রচ্য়ারী) উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের তত্ত্বাবধানে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ২০২৪/২৫ অর্থবছরের কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয় বুধবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নেত্রকোণা জেলার উপ-পরিচালক মোহাম্মদ নুরচ্জ্জামান।

পুরষ্কার বিতরণ

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনধি

কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলা,প্রাথমিক শিক্ষা কতৃক আয়োজিত বুধবার ঐতিহাসিক নাজিম ভূইঁয়ার মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরচ্ষ্কার বিতরণি সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকতা মোঃ সাখাওয়াত হোসেন। জানা যায় এ বছর জাতীয় শিক্ষা পদকে উপজেলার সবকটি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহন করেন। পুরষ্কার বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারাশিদ বিন এনাম,উপজেলা ইন্সট্রাক্টর মনির হোসেন,সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাশিদ, মোঃ শফিকুল ইসলাম,উপজেলা শিক্ষক প্রতিনিধি মোঃ ফজলে এলাহী।

শান্তিগঞ্জে সংবর্ধনা

ম শান্তিগঞ্জ (সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় মরহুম হাজী নুর মিয়া ও মরহুমা শাহেরা বেগম শিক্ষা ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে, আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মরহুম হাজী আজিজ মিয়ার স্মরণ সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হল রচ্মে, ফারচ্ক মিয়া্থর সভাপতিত্বে, মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. আক্তার হোসেন পরিচালনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি বিতরণ অঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

তিতাসে কৃষিমেলা

ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার তিতাসে তারুণ্যের উৎসব উপলক্ষে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপি কৃষি মেলা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এ মেলা চলবে। এতে বৃক্ষপ্রেমীদের ভীড় লক্ষ্য করা গেছে। উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে বুধবার মেলা পরিদর্শনে আসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি কুমিলস্নার উপ-পরিচালক আইয়ুব মাহমুদ ও উদ্ভিদ সংরক্ষণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক শেখ আজিজুর রহমান। এর আগে মঙ্গলবার উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুলস্নাহ মোস্তাফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন। এসময় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, তিতাস থানার ওসি মো. মামুনুর রশীদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে