সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দাবিতে শ্রীপুরে মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দাবিতে শ্রীপুরে মানববন্ধন
আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দাবিতে শ্রীপুরে মানববন্ধন

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের সব আন্তঃনগ ট্রেনের নিয়মিত যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছে সুবিধাবঞ্চিত শিক্ষক-শিক্ষার্থী ও শ্রীপুরের সর্বস্তরের জনগণ। জনতার ব্যানারে মঙ্গলবার বেল ১১টা থেকে পস্নাটফর্মে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় দুই শতাধিক লোজনজন অংশ নেয়। সকালে মানববেন্ধনের সময় লাল কাপড় দেখিয়ে সেখানে ঢাকা অভিমুখী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন থামায় আন্দোলনকারীরা। সেখানে বেলা ১১টা ৪৫ মিনিট থেকে পরবর্তী ৩০ মিনিট ধরে ট্রেনটিকে থামিয়ে রাখা হয়। পরে স্টেশন মাস্টারের আশ্বাসে বেলা সোয়া ১২টায় ট্রেন যাত্রা করে।

মানববন্ধনে অংশ নেওয়া লোকজন জানান, শিল্পোন্নত শ্রীপুর উপজেলা জুড়ে সাড়া দেশের বিভিন্ন প্রান্তের লোকজন বসবাস করেন। তারা সড়ক ও রেল পথে নিয়মিত যাতায়াত করেন। অথচ এ বড় শিল্প এলাকায় অবস্থিত রেলস্টেশনে কেবল একটি মাত্র আন্তঃনগর ট্রেন থামে। তারা বলেন, শ্রীপুর তথা পুরো গাজীপুরের যাতায়াত নির্বিঘ্ন করতে হলে রেল যাত্রা অবারিত করতে হবে। এতে মানুষের যাতায়াত সুবিধার পাশাপাশি সরকারি কোষাগারেও উলেস্নখযোগ্য আয় জমা হবে।

স্থানীয় বাসিন্দা ও মানববন্ধনে অংশ নেওয়া আমানুলস্নাহ কবিরাজ বলেন, 'এ স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়ার ঘোষণা দিতে হবে। না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।'

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, ডিজির সঙ্গে কথা বলার পর তিনি ৭ দিনের সময় নিয়েছেন। যাতে ব্রহ্মপুত্রসহ সকল আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে