মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বিলোনিয়া স্থলবন্দর পরিদর্শনে সম্ভাব্যতা যাচাই কমিটি

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বিলোনিয়া স্থলবন্দর পরিদর্শনে সম্ভাব্যতা যাচাই কমিটি

বিলোনিয়া স্থলবন্ধরের ভৌগোলিক অবস্থান, আন্তঃদূরত্ব, যোগাযোগ ব্যবস্থা, আমদানি-রপ্তানি বাণিজ্য, রাজস্ব আয়, যাত্রী আগমন ও বহির্গমন এবং আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা যাচাই সংক্রান্ত কমিটি বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে স্থলবন্দর নির্মাণাধীন অবকাঠামো পরিদর্শন ও বিকেল ৩ টায় স্থলবন্দর অংশীজনের সঙ্গে মতবিনিময় সভার কর্মসূচি রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিলোনিয়া এ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও গঠিত কমিটির আহ্বায়ক মুহিদুল ইসলামের নেতৃত্বে গঠিত কমিটি বিলোনিয়া স্থলবন্দর ইসু্যতে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা করেন। এর আগে দুপুরে বন্দরের নির্মাণাধীন প্রকল্পসমূহ পরিদর্শন করেন কমিটির সদস্যরা।

পরিদর্শনে কমিটির সদস্যের মধ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ রফিকুল করিম, যুগ্ম-সচিব (ট্রাফিক) সদস্য মোহাম্মদ শামীম আলম,অর্থ মন্ত্রণালয় মোহাম্মদ গোলাম কবির, বাণিজ্য মন্ত্রণালয় উপ-সচিব শরীফ রায়হান কবির, পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালক (দক্ষিণ এশিয়া-১) মো. মনোয়ার মোকাররম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সিনিয়র সহকারী সচিব টিনা পাল সফর সঙ্গী ছিলেন।

মতবিনিময় সভায় স্থানীয়রা বিলোনিয়া স্থলবন্দরের প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরে দেশ ও স্থানীয়দের স্বার্থ সংরক্ষণ করে দ্রম্নত সময়ে এ বন্দরের যাবতীয় কার্যক্রম চালুর আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারী নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে আহবায়ক করে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে নৌপরিবহন মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে