মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

আ'লীগ নেতাসহ সাত জেলায় গ্রেপ্তার ১০

স্বদেশ ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আ'লীগ নেতাসহ সাত জেলায় গ্রেপ্তার ১০

আওয়ামী লীগ নেতাসহ সাত জেলায় নানা অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চট্টগ্রামে ছিনতাইচক্রের ২ সদস্য, খুলনায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী, মাদকসহ গাজীপুরে ২ নারী, শেরপুরের নকলায় অপারেশন ডেভিল হান্টে সাবেক কাউন্সিলর, নওগাঁর পোরশা ও নীলফামারীরর ডিমলায় দুই আ'লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছিনতাইচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- রাজিব মজুমদার (২২) এবং সাজ্জাদ (২৫)। এরমধ্যে রাজিবের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া থানার লক্ষীদিয়ায়। আর সাজ্জাদের বাড়ি চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকায়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, তারা পেশাদার ছিনতাইচক্রের সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

খুলনা প্রতিনিধি জানান, নৌবাহিনী কন্টিনজেন্ট টিম খুলনা নগরীতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ২৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। বুধবার গভীর রাতে নগরীর শেখপাড়ায় এলাকায় এ অভিযান চালানো হয়। রাত আনুমানিক দেড়টায় নৌবাহিনী কন্টিনজেন্টের একটি টিম অভিযান চালিয়ে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী শেখ পাড়ার হাজি ইসমাইল রোডের বদিয়ার হোসেনের ছেলে মোহাম্মদ হোসেন (৩৩) ও একই এলাকার জালাল সরকারের ছেলে জুয়েল হাসান আরমানকে (৩২) গ্রেপ্তার করে।

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কের রামুর হিমছড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন ও ১০ হাজার ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এসময় তাদের কাছ থেকে ২ লাখ ৬ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উম্মে সালমা নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম টঙ্গী হাজীনগর এলাকার নজরুল ইসলাম ইসলামের স্ত্রী মিনারা আক্তার (২৫) ও একই এলাকার মো: আরিফের স্ত্রী লায়লী (৩২)। কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম এক প্রেসবার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় অপারেশন ডেভিল হান্টে জরিপ হোসেন (৫০) নামের এক সাবেক পৌর কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জরিপ হোসেন নকলা পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়ন নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তিনি পৌরসভাধীন ধুকুরিয়া গ্রামের বাসিন্দা।

নকলা থানার ওসি হাবিবুর রহমান জানান, গত ৪ আগস্ট উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে হওয়া মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে জরিপ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় শরিফুল ইসলাম বুলবুল (৫৬) নামে উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শরিফুল পোরশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমদা হাই স্কুলের প্রধান শিক্ষক ও আমদা গ্রামের মৃত গোলাম সারোয়ারের ছেলে। বিষয়টি পোরশা থানার ওসি শাহীন রেজা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডিমলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্‌ আলমকে গত বুধবার রাতে থানা সংলগ্ন এলাকার মার্কেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এছাড়াও উপজেলা যুবলীগের নেতা ইরফান আহম্মেদ মিঠুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ডিমলা থানার ওসি ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে