বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুলস্নাহ আল নোমানের মৃতু্যতে শোক প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ জিয়া সংসদ।
বৃহস্পতিবার শহীদ জিয়া সংসদের সভাপতি অধ্যাপক ড. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক জানানো হয়েছে।
শোক বিবৃতিতে বলা হয়, 'বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুলস্নাহ আল নোমানের মৃতু্যতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ জিয়া স্মৃতি সংসদ পরিবার গভীরভাবে শোকাহত। ষাটের দশকের ছাত্র আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে তার সক্রিয় অংশগ্রহণ এবং স্বাধীনতা-পরবর্তী জাতীয় রাজনীতিতে তার অবদান অনস্বীকার্য। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপোষহীন নেতা। তার মৃতু্যতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অকুতোভয় সংগঠক এবং গণতন্ত্র প্রতিষ্ঠার এক নিরলস সৈনিককে হারালো। তাঁর মৃতু্য দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।'