রাজশাহীর দুর্গাপুরে প্রতিনিধি কমিটি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। জুলাই'২৪ ছাত্র জনতার অভু্যত্থানে শহীদ পরিবার ও আহত আন্দোলনকারীদের সমন্বয়ে গঠিত হয়েছে ৫২ সদস্য বিশিষ্ট এই কমিটি।
বৃহস্পতিবার জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করেছেন। দুর্গাপুর উপজেলা প্রতিনিধি কমিটির সুপারিশ করেছে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহবায়ক মনিরা শারমিন।
প্রতিনিধি কমিটির সদস্যরা হলেন- আতাউর রহমান, রাকিবুল ইসলাম, মাসুম আলী, সোহেল রানা, নাজিম উদ্দিন শেখ, মোহাম্মদ মিঠু, নাজমুল হোসেন, রাকিবুল ইসলাম, ইয়াকুব আলী, আমিনুল ইসলাম, আকতার আলী, শিমুল রানা, নাদিম, সুমন রেজা, উজ্জল হোসেন, হাবিব, নাহিদ, সিজান ইসলাম, এনামুল হক, বিজয়, মায়েন উদ্দিন, মোকাররম হোসেন, মোশারফ হোসেন, এমদাদুল হক, আরিফুল ইসলাম, শাহিন আলম প্রমুখ।
উলেস্নখ্য, ছাত্র-জনতার অভু্যত্থানে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। 'অভু্যত্থানের শক্তিকে সংগঠিত করে তারুণ্যনির্ভর' একটি নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে জাতীয় নাগরিক কমিটি।