গাজীপুরের কালিয়াকৈরো তেলিরচালা এলাকার একটি ভাঙ্গারী গুদামে অস্ত্রের মুখে জিম্মি করে তিনজন মিলে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ভোরে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অপর একজনকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি থানার কামারপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে রমজান আলী (৩৬) ও ময়মনসিংহের কোতয়ালী থানার বুড়ারচর এলাকার মৃত শাহেদ আলীর ছেলে হাসেম উদ্দিন (৫৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার তেলিরচালা এলাকার কাউছার ডাক্তারের বাসায় ভাড়া থেকে ভাঙ্গারীর ব্যবসা করে আসছিলেন রমজান আলী। গত ৫-৬ দিন ধরে তার ভাঙ্গারী গুদামে সাবিনা বেগম নামে এক নারী শ্রমিক কাজ করতেন। বুধবার সকালে ওই নারী ভাঙ্গারী গুদামে কাজ করতে যান। বিকেলের কিছুক্ষণ পর তাকে ওই গুদামের ভেতরে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন ভাঙ্গারী ব্যবসায়ী রমজান। পরে তিনি হারুন অর রশিদ (৪০) ও হাসেম উদ্দিনকে নিয়ে ওই ভাঙ্গারী গুদামে যান। এসময় ব্যবসায়ী রমজান ওই নারী শ্রমিকের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন।
এব্যাপারে কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির পুলিশের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আব্দুস সেলিম জানান, ওই ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজনকে আটক করার চেষ্টা চলছে।