চট্টগ্রামের লালদিঘী ময়দানে শুক্রবার অনুষ্ঠিতব্য ইনসানিয়াত বিপস্নবের মানবতার রাজনীতি মহাসমাবেশ প্রশাসনের অনুমতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৭ ফেব্রম্নয়ারি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ক্ষোভ প্রকাশ করেছেন তারা। সংবাদ সম্মেলনে ইনসানিয়াত বিপস্নবের চেয়ারম্যান আলস্নামা ইমাম হায়াত বলেন, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আছি। অথচ অন্তবর্তী সরকার দলনিরপেক্ষ আচরণ না করে আমাদের সাংবিধানিক অধিকার হরণ করছে। এটি বাকস্বাধীনতা রুদ্ধ করার সামিল এবং গণতন্ত্রের ওপর আঘাত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইনসানিয়াত বিপস্নবের চেয়ারম্যান আলস্নামা ইমাম হায়াত ও জেলা শাখার নেতৃবৃন্দ।