নওগাঁর পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি)র বদলী আদেশ স্থগিতের দাবিতে সহস্রাধীক স্থানীয় জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার সন্ধায় ওসির বদলী হওয়ার কথা উপজেলায় ছড়িয়ে পড়লে জনগণের মাঝে বিরচ্প প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ফলে ওসি শাহীন রেজার বদলী আদেশ বাতিল ও তাকে থানায় বহাল রাখার জন্য শুক্রবার বেলা ১১টায় উপজেলা সদর নিতপুরের প্রধান সড়কে ঘন্টাকাল ব্যাপি মানবন্ধন পালন করা হয়।