নওগাঁর ধামইরহাটে অসুস্থ্য গরু জবাই করে বিক্রির চেষ্টায় অর্থদন্ড করা হয়েছে। ২৮ ফেব্রম্নয়ারী বেলা ১১ টায় উপজেলার দক্ষিন চকযদু গ্রামের পৌর ৭নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। ধামইরহাট বাজারস্থ হাটখোলা রোডে একটি অসুস্থ্য গরু জবাই করে করে রফিকুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২৭) এবং তার বিক্রিরও চেষ্টা করছিলেন। এমন গোপন সংবাদ পেয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী ও থানা পুলিশকে সাথে নিয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, অসুস্থ্য গরুটির মাংস কোনভাবেই স্বাস্থ্য সম্মত নয়, বিধায় আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এলাকাবাসীর সচেতনতা সৃষ্টি হয়েছে।