নেত্রকোনার দুর্গাপুরে ঝানজাইল প্রিমিয়ার ক্রিকেট লীগ আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঝানজাইল চন্ডাল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা ঘিরে পুরো এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। ফাইনালে বাংলা টাইগার সি এ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দুর্গাপুর এলিভেন। টসে জিতে আগে ব্যাটিং করা দুর্গাপুর এলিভেন ২০ ওভারে ১৬৩ রান করে। জবাবে খেলতে নেমে বাংলা টাইগার সি এ ১২৫ রান করে আল আউট হয়? ফলে ৩৮ রানে জয় পায় দুর্গাপুর এলিভেন। টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করেছিলো খেলা শেষে বিকেলে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন দুর্গাপুর এলিভেনের মিল্টন।