ভাঙ্গায় লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান ভাঙ্গা মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৮ ফেব্রম্নয়ারি) সকাল সাড়ে ৮ টায় সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা শুরু হয়। ভাঙ্গা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফি উদ্দীন মোলস্নার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী পরিচালক মাহাবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য লুৎফর রহমান ও অধ্যাপক নুরুন্নাহার বেগম, ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কুমারেশ ভৌমিক। শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজো, ডিসপেস্ন, আবৃত্তি, নৃত্য ও গান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।