কৃষকদলের কর্মী সভা
ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
শিবালয়ে কৃষক দলের শিমুলিয়া ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিমুলিয়া ইউনিয়নের তারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি চেয়ারম্যান মো. আরশেদ আলীর সভাপতিত্বে মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মানিকগঞ্জ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান পাভেল, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম নিলয়, যুগ্ম সাধারণ সম্পাদক সিহাব চৌধুরী, প্রচার সম্পাদক আরিফ মোলস্না,দপ্তর সম্পাদক আসাদুর রহমান আসাদ,অর্থ বিষয়ক সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষক দলের সদস্য মো. মনিরুল ইসলাম, মো. রুবেল মোলস্না, গিয়াস খান, উপজেলা কৃষক দলের নেতা আলমগীর হোসেন বাদলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহজাদপুরে মিছিল
ম শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার বাদ জুম্মা থানাঘাট এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে বিসিক বাস টার্মিনালে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। শাহজাদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার আব্দুল মালেকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৬ শাহজাদপরু আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাওঃ মিজানুর রহমান। বক্তব্য রাখেন, শাহজাদপুর পৌর জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আক্তার হোসেন, মহি উদ্দিন মহির, সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ জিয়া্উল হক জিয়া প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায় সম্মাননা
ম স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
"প্রেরণা" আমি নারী, আমি অন্য নারীকে এগিয়ে যেতে সহায়তা করি-এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার দিনব্যাপী জেলা শহরের কলেজপাড়ায় একটি রেস্টুরেন্টে দিনব্যাপী এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজক ছিলেন কেক সুন্দরী বেকিং টুলস। এতে জেলার ৯টি উপজেলা থেকে আগত নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সরল ভাই খ্যাত এম এইচ ফয়সাল, সমাজকর্মী জেবিন ইসলাম, রেজানুর মুন্না, সাংবাদিক শাহাদাৎ হোসেন প্রমুখ।
পথ সঙ্গীত
ম স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারী সদর উপজেলার ৪টি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান পিকআপে শিক্ষা ও সচেতনতামূলক পথ সংঙ্গীত অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের আয়োজনে বৃহস্পতিবার সদরের পলাশবাড়ী ইউনিয়ন চত্ত্বর থেকে ভ্রাম্যমান পিকআপটিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্ম এলাকা পলাশবাড়ী, খোকশাবাড়ী, টুপামারী ও পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষা ও সচেতনতামূলক সংঙ্গীত পরিবেশন করা হয়। পথ সংঙ্গীত পরিবেশন করেন ভাওয়াইয়া শিল্পী ফারুক ভূঁইয়া ও তার দল। পথ সংঙ্গীত চলাকালে বক্তব্য রাখেন, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার মতিন্দ্রনাথ রায় ও আফিজ উদ্দিন, প্রোগ্রাম অফিসার মৈত্রী স্নাল, সহায়তাকারী বিধান রায়, চম্পা রায়, চিত্র রায়।
মাদক কারবারি আটক
ম বরিশাল অফিস
র্
যাব-৮ এর অভিযানে প্রায় সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বৃহস্পতিবার তাদের মাদারীপুর জেলার সদর উপজেলার ঘটকচর এলাকা থেকে আটক করা হয়েছে।র্ যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। র?্যাব-৮ দুই কারবারিকে মাদারীপুর জেলার সদর থানাধীন ঘটকচর বাসস্ট্যান্ডে চেকপোষ্ট বসিয়ে ঢাকা-বরিশালগামী আশিক পরিবহনের বাসটিতে তলস্নাশি চালায়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ আশিকুর রহমান (৩৫) ও মোঃ রফিকুল ইসলামকে (২৪) আটক করা হয়।র্ যাব তাদের কাছ থেকে ৩৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটক আশিক মাদারীপুর জেলার মুস্তফাপুর এলাকার মোঃ গিয়াস উদ্দিন মাতুব্বরের ছেলে। আর রফিকুল ইসলাম একই এলাকার মোঃ তাজেলের ছেলে।
শিবপুরে মিছিল
ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রমজানকে স্বাগত জানিয়ে উপজেলা সদরে মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ এই মিছিল করা হয়। মিছিল শেষে কলেজ গেইট শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান কাওসার, সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুর রহমান ভূইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পুরস্কার বিতরণ
ম শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে মিলাদ মাহফিল শেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক আবিদুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলস্নব হোম দাস। বিশেষ অতিথি ছিলেন- শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন, জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন।
লিফলেট বিতরণ
ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
শিবালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে চরাঞ্চলের সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও আগামী সংসদ নির্বাচনে সম্ভাব্য বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। শুক্রবার দুপুরে উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়াসহ বিভিন্ন হাট বাজাবে লিফলেট বিতরন ও দোয়া চেয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলার যুগ্ন সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, জেলা শহীদ জিয়া প্রজম্ন দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন- আহবায়ক রফিকুল ইসলাম মিন্টু খলসি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহীন আলম, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবু খালেদ ডন প্রমুখ।
কমিটি ঘোষনা
ম কয়রা (খুলনা)প্রতিনিধি
গোলাম রব্বানীকে আহবায়ক ও এসকে গালিবকে সদস্য সচিব করে ১২০ সদস্য বিশিষ্ট কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক তাসনিম আহমেদ ও সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। নব নির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।
শিবালয়ে ওরশ
ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
শিবালয়ের দশচিড়া সিরাজ বয়াতি ইবনে মিনাজ উদ্দিন দপ্তরীর বাড়ী প্রতি বছরের ন্যায় এবারও ১৫ তম বার্ষিক পবিত্র ওরশ মোবারক শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দশচিড়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোন্দকার আকতার হামিদ পবন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ফারচ্ক আহামেদ, উপজেলা শ্রমিক দলের সহ-সাধারন সম্পাদক রাশেল হোসেন, আরামিন উদ্দিন, উপজেলা মৎস্য দলের সাংগঠনিক সম্পাদক রচ্পচান মিয়া, শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি হারচ্ন শেখ, সাধারন সম্পাদক ইবাদত, যুগ্ন-সাধারন সম্পাদক সুজন খলিফা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান, উলাইল ইউনিয়নের মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি রাসেল খান, উথলী ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি মোবারক হোসেন প্রমুখ।
মতবিনিময় সভা
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের সামনে গত বুধবার বিকাল ৪ টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা ও মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মামুন। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাইয়ূম খান হেলাল, পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া, জেলা বিএনপির সদস্য মীর জলিল, সাবেক উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক হাজী কাজল ভূইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম, উপজেলা যুব দলের সাবেক সভাপতি কায়সার মাহমুদ রিপন, সাবেক ছাত্র দল সভাপতি এডভোকেট কাজী মঞ্জুরচ্ল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এ.কে.এম ফজলুল হক ও সোহরাব উদ্দিন।
নবীন বরণ
ম রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠা অধ্যক্ষ রফিক মিয়া তালুকদারের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও নবীন বরণ অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১১টায় কলেজের হল রচ্মে কলেজের গর্ভনিং বোডির সাবেক সভাপতি ভদন্ত ক্ষেমাছারা মহাথের এর সভাপতিত্বে অনুষ্টিত বিদায় সংবর্ধনার আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা। বক্তব্য রাখেন, কলেজের বিদায়ী অধ্যক্ষ রফিক মিয়া তালুকদার, কলেজের প্রভাষক প্রভাষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
দোকান উদ্বোধন
ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে পরিত্র মাহে রমজান উপলক্ষ্যে ভোক্তাদের সুবিধার কথা ভেবে ন্যায্য মূল্যের উদ্বোধন করা হয়েছে। ২৮ ফেব্রম্নয়ারি (শুক্রবার) বেলা ১২টায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিদের আয়োজনে মাসব্যাপি ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। ন্যায্য মূল্যের দোকানে সারা রমজান মাসে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ন্যায্য মূল্যে প্রায় ২০টি পণ্য ক্রয় করতে পারবেন সাধারণ ভোক্তারা। এ সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান সৈকত, সাজিদ বিলস্নাহ, নূর আলম রাজ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক,সম্পাদক আবু মুছা স্বপন, সাংবাদিক, রেজুয়ান আলম, মুমিনুল ইসলাম, শহিদুল ইসলাম, উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মাহে রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
মশক নিধন
ম নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় ডেঙ্গুর প্রকোপ রোধে ও পৌরসভার উদ্যোগে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের কাঁচা বাজার ও বড় মসজিদও কাচারী মসজিদ এলাকায় দেখা যায় এ কার্যক্রম করতে। ইউএনও ও পৌর প্রশাসক দীপ জন মিত্র বলেন, মশক নিধন একটি চলমান কর্মসূচি। তবে ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা পেতে আমাদের আরো সচেতন হতে হবে।
জামায়াতেরর্ যালি
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
রমজান মাসের আগমন উপলক্ষে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখার দাবিতে নওগাঁর পোরশায় জামায়াতে ইসলামীর আয়োজনের্ যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার নিতপুর সদরে অনুষ্ঠিতর্ যালি ও পরে এক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির সাগর আলী। সাধারন সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহবুবুল আলম। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার নায়েবে আমির আব্দুর রহিম, সহকারি সেক্রেটারী নুর নবী, ইয়াদুল হক, সভাপতি আলস্নামা বিভাগ আলাউদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রতিবাদ মিছিল
ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
সারাদেশ জুড়ে অশ্লিলতার প্রসার, ক্রমাগত ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই ও মাদকের সহজলভ্যতা বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, অপরাধীদের জনসম্মুখে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিবাদ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্র জনতা। শুক্রবার দুপুর আড়াইটায় প্রতিবাদ মিছিলটি নাগেশ্বরী ডিএম একাডেমি স্কুল গেট থেকে বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মানববন্ধন ও করেন তারা। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার অর্থ কল্যাণ সম্পাদক আব্দুল কাদের, নাগেশ্বরী সরকারি কলেজের ছাত্র, আবু সাঈদ সিফাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুলস্নাহ প্রমুখ।
পরশুরামে মিছিল
ম পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরামে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে পরশুরাম উপজেলা জামায়াত ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। পরশুরাম পৌর জামায়াতের আমির মোঃ মোস্তফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর ফেনী জেলা সুরা পরিষদের সদস্য অধ্যাপক নজরচ্ল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী জেলা সুরা ও কর্ম পরিষদের সদস্য পরশুরাম উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক নূর মুহাম্মদ, পরশুরাম উপজেলা জামায়াতের আমির প্রভাষক আব্দুল আলিম, ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এপিপি এডভোকেট এমদাদ হোসেন, জামায়াত নেতা জাফর আহাম্মদ ভূইয়া, পরশুরাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাইনুল করিম প্রমুখ।
শিক্ষার্থীর মৃতু্য
ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শিক্ষক সমিতির সামনে ট্রাক চাপায় মামুন (২৫)নামে কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত ব্যক্তি নাগরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে সুলতান মিয়ার ছেলে।দুর্ঘটনায় আহত হয়েছে তারই বন্ধু ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার আনদাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে উষায়ির হোসেন রিয়েল।তারা দুজনে টাঙ্গাইল ব্যপারী পাড়া একই মেসে থাকতেন। আহতকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দ্রত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধা ৭টায়২৫ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
লিফলেট বিতরণ
ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
শিবালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে চরাঞ্চলের সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও আগামী সংসদ নির্বাচনে সম্ভাব্য বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। শুক্রবার দুপুরে উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়াসহ বিভিন্ন হাট বাজাবে লিফলেট বিতরন ও দোয়া চেয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলার যুগ্ন সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, জেলা শহীদ জিয়া প্রজম্ন দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন- আহবায়ক রফিকুল ইসলাম মিন্টু খলসি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহীন আলম, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবু খালেদ ডন প্রমুখ।
শিবালয়ে ওরশ
ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
শিবালয়ের দশচিড়া সিরাজ বয়াতি ইবনে মিনাজ উদ্দিন দপ্তরীর বাড়ী প্রতি বছরের ন্যায় এবারও ১৫ তম বার্ষিক পবিত্র ওরশ মোবারক শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দশচিড়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোন্দকার আকতার হামিদ পবন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ফারচ্ক আহামেদ, উপজেলা শ্রমিক দলের সহ-সাধারন সম্পাদক রাশেল হোসেন, আরামিন উদ্দিন, উপজেলা মৎস্য দলের সাংগঠনিক সম্পাদক রচ্পচান মিয়া, শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি হারচ্ন শেখ, সাধারন সম্পাদক ইবাদত, যুগ্ন-সাধারন সম্পাদক সুজন খলিফা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান, উলাইল ইউনিয়নের মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি রাসেল খান, উথলী ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি মোবারক হোসেন প্রমুখ।
মতবিনিময় সভা
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের সামনে গত বুধবার বিকাল ৪ টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা ও মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মামুন। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাইয়ূম খান হেলাল, পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া, জেলা বিএনপির সদস্য মীর জলিল, সাবেক উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক হাজী কাজল ভূইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম, উপজেলা যুব দলের সাবেক সভাপতি কায়সার মাহমুদ রিপন, সাবেক ছাত্র দল সভাপতি এডভোকেট কাজী মঞ্জুরচ্ল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এ.কে.এম ফজলুল হক ও সোহরাব উদ্দিন।
মান্দায় দোয়া মাহফিল
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় গনেশপুর সতীহাট (জি.এস) বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অত্র বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও বিদায়ী শিক্ষার্থী কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি দেওয়ান একরামুল হক বাচ্চু,মাওঃ ইউনুছ আলী এবং ধর্মীয় শিক্ষক মাওঃ কাজী আমিনুল ইসলাম, শিক্ষার্থী মোহনা ও মেহেনাজ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন দাতা সদস্য কাজী আবুল কাসেম, প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, সহকারী শিক্ষক দেওয়ান সাখাওয়াৎ হোসেন বিদু্যৎ,রোখসানা ইয়াসমিন,সঞ্জিত কুমার সরকার,মুক্তি রানী সরকার, আবুল কালাম আজাদ, মনিরা আক্তার ফেরদৌসী,বেবি পারভীন, মীর মোশারফ হোসেন, সুজন কুমার এবং অফিস সহকারী জেহের আলী মন্ডল প্রমূখ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক,বিএনপি নেতা শাহ্ আলম চৌধুরী বকুল,শহিদুল ইসলাম চৌধুরী,মেহেদী হাসান মিঠন, সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু ও সুলতান আহমেদ এবং মাওঃ মকছেদ আলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃতু্য
ম বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিএনপির কমিটি গঠন নিয়ে দুই গ্রম্নপের মধ্যে সংঘর্ষে আহত বিএনপি কর্মী নুর ইসলাম শেখ (৪৮) অবশেষে মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃতু্য হয়। নিহত নুর ইসলাম শেখ চিতলমারী উপজেলা কলাতলা ইউনিয়নের চর-চিংড়ী গ্রামের জলিল শেখের ছেলে। গত ১৬ ফেব্রম্নম্নয়ারি চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে গোলাম কিবয়িরা মাস্টার ও মোস্তাফিজুর রহমান কচি গ্রম্নপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপি কর্মী নুর ইসলাম শেখ গুরুতর আহত হন।