মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

যাযাদি ডেস্ক
  ০১ মার্চ ২০২৫, ০০:০০
ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

শুক্রবার ছুটির দিনের সকালেও ঢাকার বায়ু ছিল অস্বাস্থ্যকর। 'ছুটির দিনের সকালে' বিশেষ করে উলেস্নখ করার বিষয় হলো, এসব দিনে সাধারণত যানবাহন কম চলে এবং অনেক কলকারখানা বন্ধ থাকে। আর যানবাহন ও কলকারখানার দূষিত হাওয়া এ নগরীর বায়ুদূষণের বড় উৎস। এসব উৎস অনেকটা নিয়ন্ত্রিত থাকার পরও এদিন সকাল সাড়ে নয়টার দিকে আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুমান ছিল ১৯৩। আর বিশ্বের ১২৩ নগরীর মধ্যে ঢাকা ছিল দূষণে তৃতীয়। বৃহস্পতিবার ঠিক এ সময়ে বায়ুর মান ছিল ১৯১।

বায়ুদূষণে ঢাকার অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

শুক্রবার আইকিউএয়ারের দেওয়া সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশে পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে এক দিনও নির্মল বায়ু পাননি রাজধানীবাসী। চলতি মাসেরও একই হাল। এ মাসেও একটি দিনও ভালো বায়ু পেল না নগরবাসী।

ঢাকার চেয়ে সাধারণত দূষণ অনেক কম থাকে দেশের অন্য বিভাগীয় শহরে। কিন্তু শুক্রবার ছুটির দিনে সেসব শহরেও দূষণের মাত্রা মারাত্মক। এদিন অন্য বিভাগীয় শহরগুলোর মধ্যে চট্টগ্রামে বায়ুর মান ১৫৭, রাজশাহীতে ১৮৮ ও খুলনায় ১৮১। অর্থাৎ তিন নগরীর বায়ুও ছিল অস্বাস্থ্যকর।

বায়ুদূষণে শুক্রবার প্রথম স্থানে ছিল নেপালের রাজধানী কাঠমান্ডু। এ শহরের স্কোর ছিল ১৯৯। রাজধানী ও এর আশপাশের এলাকাগুলোর মধ্যে যেসব এলাকায় বায়ুর মান মারাত্মক দূষিত, সেগুলোর মধ্যে আছে মিরপুরের ইস্টার্ন হাউজিং(৪৫৯), সাভারের হেমায়েতপুর (৩০৬) ও পেয়ারাবাগ রেললাইন (২৮৯)।

রাজধানীর বায়ুদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে আছে কলকারখানা ও যানবাহনের দূষিত ধোঁয়া, ইটভাটা, বর্জ্য পোড়ানো। দূষণ রোধে হাঁকডাক এবং নানা ধরনের প্রকল্পও কম হয়নি সরকারি স্তরে। কিন্তু দূষণ কমছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে