দিনাজপুরের ঘোড়াঘাটে বিরাহিমপুর গুচ্ছগ্রামে অবস্থিত রহিম ভান্ডারীর মাজার পুড়িয়ে দেওয়াসহ মাজারের অবকাঠামোর বিভিন্ন অংশ ভাঙচুর করেছে তৌহিদি জনতা। এসময় মাজারের খাদেম এবং বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা মাজার থেকে পালিয়ে যায়।
এঘটনার পর ইউএনও রফিকুল ইসলাম, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উলস্নাহ্, ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হকসহ সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
শুক্রবার বিকালে তৌহিদি জনতা 'নারায়ে তাকবীর আলস্নাহ আকবার' স্স্নোগান দিয়ে মাজারে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে আগত অতিথিদের বিশ্রামাগার, হালকায়ে জিকির মঞ্চ, প্যান্ডেল, বিভিন্ন স্থাপনা ও ধর্মের নামে গান বাজনা ও খাবার আয়োজনের বিভিন্ন সামগ্রী ভাংচুর করে।
ইউএনও রফিকুল ইসলাম জানান, বিরাহীমপুর গুচ্ছগ্রাম মাজারে উত্তেজিত তৌহিদি জনতা হামলা করে মাজারের বিভিন্ন অবকাঠামোতে আগুন লাগিয়ে দেওয়াসহ ভাংচুর করেছে। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনা হয়।