সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

মাগুরায় স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ও জমি দখলের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

স্বদেশ ডেস্ক
  ০৩ মার্চ ২০২৫, ০০:০০
মাগুরায় স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ও জমি দখলের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
মাগুরায় স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ও জমি দখলের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এদিকে নড়াইলের সেখহাটি ফাঁড়ির পুলিশ কর্তৃক জোরপূর্বক জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

মাগুরা প্রতিনিধি জানান, মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠান দাবিতে সংবাদ সম্মেলন বিক্ষোভ মিছিল মানববন্ধন ও মহাসড়ক অবোরোধ করা হয়েছে। রোববার মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীদের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে জেলা জামায়াতের আমীর এমবিএম বাকের, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, বিএনপি নেতা আমিরুল ইসলাম পিকুল, আলমগীর হোসেন, এ্যাড সাহেদ হাসান টগর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক মো; সেলিম হোসেন, শিক্ষার্থী নঈমুল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

পরে একই ব্যানারের উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে ঢাকা-খুলনা মহাসড়কের ভায়নার মোড়ে আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এ সময়ে মহা সড়কের রাস্তায় শতাধিক যানবাহন আটকা পড়ে।

নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে পুলিশ কর্তৃক জোরপূর্বক জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সদর উপজেলার শেখহাটি পুলিশ ক্যাম্প চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শওকত মিনার ছেলে হাসান মিনা লিখিত বক্তব্যে বলেন, 'আমার জমি আমি ফেরৎ চাই, পুলিশের হয়রানির বিচার চাই।' এ সময় ইউপি মেম্বার মো. আনোয়ার হোসেন, শওকত মিনা, মানিক মিনা, নাইমুল ইসলাম, সাহিন মিনা, মিনহাজ সরদার, রফিকুল ইসলাম মনা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে নড়াইল পুলিশ সুপার কাজী এহসানুল কবির বলেন, আদালতের রায়ের পর রিভিশন করা হয়েছে। মামলা চলমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে